বিকেএসপিতে শুরু হলো সাকিবের ফেরার প্রস্তুতি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০ স্পোর্টস ডেস্ক : দেশে ফিরে বিকেএসপিতে নিবিড় অনুশীলন করবেন- সে খবর জানা সবার। করোনা নেগেটিভ রিপোর্ট আসার পর থেকেই সমর্থক ও অনুরাগীরা অপেক্ষার প্রহর গুনছিলেন কবে, কখন বিকেএসপি যাবেন সাকিব? ভক্ত ও সমর্থকদের জন্য সুখবর। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মাঠে ফেরার প্রস্তুতি শুরু করেছেন সাকিব আল হাসান। শনিবার সকালে বিকেএসপিতে রানিং দিয়ে শুরু হয়েছে ‘চ্যাম্পিয়ন’ অলরাউন্ডারের এক বছর পর মাঠে ফেরার প্রস্তুতি। তিনি কবে, কখন বিকেএসপি যাবেন? তা নিয়ে যখন নানা আলোচনা, ঠিক তখনই নীরবে বিকেএসপি চলে গেছেন সাকিব। কাল (শুক্রবার) বিকেলের দিকে বিকেএসপি চলে গেছেন সাকিব। গুরু-মেন্টর মোহাম্মদ সালাউদ্দীন ও বিকেএসপির জনসংযোগ কর্মকর্তা আশরাফউজ্জামান তাকে বিকেএসপিতে অভ্যর্থনা জানিয়েছেন। বিকেএসপিতে সাকিবের থাকার সুব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের যে ভিআইপি রেস্ট হাউজ আছে, সেই ‘মধুমতিতে’ থাকার ব্যবস্থা করা হয়েছে সাকিবের। আশরাফউজ্জামান জাগো নিউজকে জানিয়েছেন, ‘সাকিব পুরোপুরি নিজ উদ্যোগে বিকেএসপি এসেছেন। এর সঙ্গে বিসিবি ও বিকেএসপির কোন সম্পর্ক নেই। তিনি দেশের একজন অন্যতম শীর্ষ ক্রিকেটার। বিকেএসপিতে থেকে নিজেকে আবার শারীরিকভাবে প্রস্তুতের পাশাপাশি ক্রিকেটীয় অনুশীলন করতেই, তিনি এখানে থাকতে চেয়েছেন। এ কারণেই তাকে বিকেএসপির ভিআইপি রেস্ট হাউজ মধুমতিতে আবাসনের ব্যবস্থা করা হয়েছে। অনুশীলনকালীন সময়ে সাকিব সেখানেই থাকবেন।’ বিকেএসপির জনসংযোগ কর্মকর্তা আশরাফ বলেন, ‘শুক্রবার বিকেল গড়ানোর আগেই সাকিব বিকেএসপি এসে পৌঁছান। বিকেএসপির জনসংযোগ কর্মকর্তা আশরাফ ও সাকিবের গুরু মোহাম্মদ সালাউদ্দীন তাকে অভ্যর্থনা জানান। শনিবার সকাল ৭টায় সাকিব বিকেএসপিতে ফিজিক্যাল ফিটনেস ট্রেনিং শুরু করেন। শারীরিক প্রস্তুতির প্রথমদিন একটানা অনেকক্ষণ রানিং করেছেন সাকিব। তিনি আরও জানান, সাকিবের প্রশিক্ষক নাজমুল আবেদিন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দীন তার সঙ্গে আগামী কয়েক সপ্তাহ কাজ করবেন। উল্লেখ্য, আগামী ২৯ অক্টোবর আইসিসির শাস্তিমুক্ত হচ্ছেন সাকিব এবং ধারণা করা হচ্ছে আগামী মাসে শ্রীলঙ্কার সঙ্গে যে তিন ম্যাচের টেস্ট সিরিজ হবে, তার দ্বিতীয় কিংবা শেষ টেস্টেই আবার ব্যাট-বল হাতে মাঠে নামবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। Share this:FacebookX Related posts: আইপিএলে খেলা হলো না পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকান পেসারের টেস্টে ফিরেই সাকিবের হাফ সেঞ্চুরি ভারতীয় ক্রিকেট দলকে আইসিসি’র জরিমানা মহিলা ফুটবলারের মাথায় টিয়ার বিশ্রাম, বিরক্ত না করতে বন্ধ প্র্যাকটিস আইপিএলে ছক্কার রেকর্ড রোহিতের বাংলাদেশ ফুটবলের ভাগ্য নির্ধারণের ভোট আজ বার্সেলোনার বিপক্ষে উদযাপন করবেন না সুয়ারেজ ইউক্রেনের কাছে অপ্রত্যাশিত হার স্পেনের এবার টস জিতলেন মাহমুদউল্লাহ, ব্যাটিংয়ে পাঠালেন শান্তদের সিডনি টেস্টের আগে স্বস্তির নিঃশ্বাস ভারতীয় শিবিরে মেসির গোল খরা কাটার দিনে জয় পেল বার্সেলোনা দ্বিতীয় দিন শেষে ২৪২ রানে পিছিয়ে ভারত SHARES Matched Content খেলাধুলা বিষয়: প্রস্তুতিফেরারবিকেএসপিতেশুরুসাকিবেরহলো