বই উৎসবের উদ্বোধন

প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯

নিউজ ডেস্কঃ ২০২০ শিক্ষাবর্ষের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।তবে সারাদেশে বই উৎসব উদযাপন করা হবে পয়েলা জানুয়ারি।উল্লেখ্য, শিক্ষার্থীদের বিনামূল্যের পাঠ্যপুস্তক উপজেলাপর্যায়ে পৌঁছে গেছে। জানুয়ারির প্রথম দিনেই রঙিন এসব বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে।

এবার সারাদেশে চার কোটি ২৬ লাখ ১৯ হাজার ৮৬৫ জন শিক্ষার্থীর জন্য ৩৫ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৫৫৪টি নতুন বই বিতরণ করা হবে।এবার মাধ্যমিক পর্যায়ের উৎসবটি হবে সাভারের অধরচন্দ্র সরকারি উচ্চবিদ্যালয়ে।আর প্রাথমিক স্তরের উৎসবটি অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে।জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে এসব তথ্য জানা গেছে।

হালুয়াঘাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ফলাফল প্রকাশ