নতুন জনপ্রশাসন সচিব ইউসুফ হারুন, ধর্মের আনিছুর জ্বালানিতে

প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯

স্টাফ রিপোর্টার : জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব শেখ ইউসুফ হারুন। অপরদিকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমানকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই রদবদল করে আদেশ জারি করা হয়েছে। একই সঙ্গে পদোন্নতি দিয়ে তিনজন অতিরিক্ত সচিবকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও ধর্ম মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দেয়া হয়েছে।

আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফয়েজ আহম্মদ অবসরোত্তর ছুটিতে যাচ্ছেন।


পদোন্নতি দিয়ে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আলী নূরকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব করা হয়েছে।

নতুন ধর্মসচিব হয়েছেন জননিরাপত্তা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. নুরুল ইসলাম।

ঢাকার বিভাগীয় কমিশনার (অতিরিক্ত) মোহাম্মদ জয়নুল বারীকে পদোন্নতি নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বেগম জুয়েনা আজিজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এবং আগামী বছরের ৫ জানুয়ারি অবসরে যাবেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম।

আলহামদুলিল্লাহ আমি খুশি : সাঈদ খোকন