ঈশ্বরগঞ্জ পৌরসভায় দুস্থদের মাঝে চাল বিতরণ

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২০

অনলাইন ডেস্ক : ঈশ্বরগঞ্জ পৌরসভায় করোনাকালে প্রধানমন্ত্রীর দেয়া উপহার দুই মেট্রিকটন চাল দুস্থ অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে।সোমাবার পৌরসভা কার্যালয়ে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ২ শতাধিক দুস্থ অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।
পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার জানান, এই দুই মেট্রিকটন চাল আপদকালীন সময়ের জন্য রাখা হয়েছিল। করোনা বিস্তারে ব্যাপকতার আংশকা না থাকায় এসব চাল মজুদ না রেখে দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

চাল বিতরণকালে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ভেটেরিনারি সার্জন ডা. অমিত দত্ত, পৌর সচিব কামরুল হক, ওয়ার্ড কাউন্সিলর মিন্টু মিয়া প্রমুখ।