বোরহানউদ্দিনে ৩ মেধাবী শিক্ষার্থীর দ্বায়িত্ব নিলেন পৌর মেয়র

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২০

অনলাইন ডেস্ক : ভোলার বোরহানউদ্দিনের ৩ মেধাবী শিক্ষার্থীর এইচএসসি’তে পড়াশোনার যাবতীয় দায়িত্ব নিয়েছেন বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম।

সোমবার সকালে পৌরসভা কার্যালয়ে ওই তিন শিক্ষার্থীর হাতে প্রাথমিক খরচ হিসেবে ৩৩ হাজার টাকা তুলে দেন মেয়র।

এর আগে তিনি তাঁদের এসএসসিতে অর্জিত ফলাফল ধরে রাখার পাশাপাশি সু-নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহবান জানান। ওই সময় তিন শিক্ষার্থীর অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

চলতি বছর এসএসসি পরীক্ষায় বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে দারিদ্রকে জয় করে মো. ইসমাইল ও কুতুবা মাধ্যমিক বিদ্যালয় থেকে মো. শামীম এবং মো. রায়হান বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করে। দারিদ্রতার কারণে ওই তিন শিক্ষার্থীর পরবর্তী পড়াশোনা অনিশ্চয়তার মধ্যে পড়ে যা প্রতিবেদন আকারে প্রকাশিত হয়। ওই সংবাদ দেখে পৌর মেয়র মো. রফিকুল ইসলাম তাঁদের পড়াশোনার যাবতীয় দায়িত্ব নেন।