মঙ্গলবার থেকে যাত্রীদের গুনতে হবে না অতিরিক্ত ভাড়া দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২০ অনলাইন ডেস্ক : বর্ধিত ভাড়া প্রত্যাহার করে মঙ্গলবার থেকে আগের ভাড়ায় ফিরছে গণপরিবহন ও দূরপাল্লার বাস। এর ফলে কাল থেকে গণপরিবহনে চলাচলের ক্ষেত্রে যাত্রীদের আর অতিরিক্ত ভাড়া দিতে হবে না। তবে সেই সঙ্গে ৫০ শতাংশ আসন ফাঁকা রাখার বাধ্যবাধকতাও উঠে যাচ্ছে। এখন থেকে শতভাগ আসন পূর্ণ করে যাত্রী নিতে পারবে গণপরিবহন। তবে দাঁড়িয়ে যাত্রী নেওয়া যাবে না। সেই সঙ্গে মানতে হবে মাস্ক পরা ও স্যানিটাইজার ব্যবহারসহ কিছু নির্দেশনা। করোনা ভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে গত ২৪ মার্চ থেকেই বাংলাদেশে গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে স্বাস্থ্যবিধি মেনে গত ৩১ মে থেকে গণপরিবহন ও ট্রেন চালু করার অনুমতি দেয় সরকার। তখন বাসে অর্ধেক আসন ফাঁকা রাখার শর্তে প্রায় ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হয়। তিন মাস বর্ধিত ভাড়ায় বাস-গণপরিবহন চলার পর শনিবার (২৯ অগাস্ট) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, আগামী ০১ সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় বাস-গণপরিবহন চলাচল করবে। এ ব্যাপারে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, আগামী ০১ সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় বাস ও গণপরিবহন চালাতে আমরা প্রস্তুত। এরই মধ্যে মালিক সমিতির পক্ষ থেকে পরিবহন শ্রমিকদের নির্দেশনা দেওয়া হয়েছে। Share this:FacebookX Related posts: মঙ্গলবার থেকে ঢাকা-রাজশাহী রুটে ফ্লাইট চালু কোয়ারেন্টাইন সেন্টারেই বিদেশ ফেরত যাত্রীদের করোনা পরীক্ষা বহির্বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল : রাষ্ট্রপতি সারাদেশে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে শনিবার সরকারি শিল্প আলোর মুখ দেখে না : প্রধানমন্ত্রী ভিসার মেয়াদ শেষ হলেও ফেরার সুযোগ পাবেন কাতার প্রবাসীরা স্বাধীনতা পদকের তালিকা থেকে বাদ রইজ উদ্দিন বিশেষ ফ্লাইটে দুবাই থেকে ফিরলেন ২৬২ বাংলাদেশি গণমাধ্যমে সরকারি চাকুরেদের কথা বলায় নিষেধাজ্ঞা পিছিয়ে গেছে পদ্মাসেতুর উদ্বোধন সাবরিনার দুই এনআইডি : কেউ জড়িত থাকলে ব্যবস্থা ঢাকা ও রংপুরে বসছে নতুন রাডার SHARES Matched Content জাতীয় বিষয়: অতিরিক্ত ভাড়াগুনতে হবে নামঙ্গলবার থেকেযাত্রীদের