পঞ্চগড়ে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২০

অনলাইন ডেস্ক : পঞ্চগড় জেলার বোদা উপজেলায় সাপের কামড়ে শামিম হোসেন ওরফে কালঠু (৩৬) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগষ্ট) দুপুরে বোদা উপজেলার কাজলদিঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। তার বাড়ি জেলার সদর উপজেলার কামাত কাজলদিঘি ইউনিয়নের পেত্মানীর হাট এলাকায়। সে ওই এলাকার আব্দুর রহিমের ছেলে।

সফিকুল ইসলাম জানান, ‘কয়েকদিন ধরে আমার বাড়ির গোলাঘরে সাপের আনাগোনা লক্ষ্য করছি। বিষয়টি হাটবাজারসহ বিভিন্নস্থানে আলোচনা করি। হয়তো এমন খবর পেয়ে শামিম তার ৩ সহযোগীসহ রবিবার দুপুরে বাড়িতে গোখরা সাপ ধরতে আসে। এক পর্যায়ে ওই সাপুড়ে ও তার সহযোগীরা গোখরা সাপটিকে ধরে ফেলে।

পরে সাপটিকে বস্তায় ভরে বস্তার মুখ বাঁধার সময় সাপটি লাফিয়ে উঠে সাপুড়ে শামিমের বুকে ছোবল দেয়। এতে ঘটনাস্থলেই সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে বাড়ির মালিক ও স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার কথা বললেও তাকে হাসপাতালে নেয়া হয়নি। ঝাড়ফুঁক করে তাকে ভালো করা হবে বলে তার সহযোগীরা জানান।’ কাজলদিঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আলাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিকালে শামিমের লাশ বাড়িতে আনা হয়েছে। তাঁকে বাঁচানোর জন্য একজন বড় সাপুড়ে আসছেন। জীবিত সাপটিকে আনতে সহযোগীরা সফিকুলের বাড়িতে গেছেন। তিনি সাপটিকে জীবিত আনতে তাদের পাঠিয়েছেন। জীবিত সাপটি পেলে তিনি তাঁকে সুস্থ্য করে তুলতে পারবেন বলে জানিয়েছেন।

এদিকে, কামাত কাজলদিঘি ইউনিয়নের চেয়ারম্যান মো. মোজাহার আলী জানান, ওই সাপুড়ের লাশ তার বাড়িতে নিয়ে আনা হয়েছে। তার গ্রামের বাড়ির কবরস্থানে দাফন করার প্রক্রিয়া চলছে। তবে জীবিত সাপটিকে আনা হলে ওই বড় সাপুড়ে তাকে সুস্থ্য করতে পারবেন বলে এখনো দাফন করা হয়নি।