‘ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক উন্নয়নই হবে আমার প্রথম লক্ষ্য’ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২০ স্পোর্টস ডেস্কঃ খেলোয়াড়দের সঙ্গে সু-সম্পর্ক গড়ে তোলাই নিজের প্রথম লক্ষ্য বলে জানিয়েছেন সদ্যই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব পাওয়া নিউজিল্যান্ডের ক্রেইগ ম্যাকমিলান। আগামী অক্টোবর-নভেম্বরে শ্রীলংকা সফরের জন্য টাইগারদের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক এ কিউই ব্যাটসম্যান। টাইগারদের সঙ্গে কাজ শুরুর আগে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে দল নিয়ে নিজের প্রাথমিক লক্ষ্যের কথা জানিয়েছেন ম্যাকমিলান। তিনি বলেন, ‘ক্রিকেটারদের সঙ্গে সম্পর্কোন্নয়নই হবে আমার প্রথম লক্ষ্য’। পারিবারিক কারণে কয়েক দিন আগে বাংলাদেশের ব্যাটিং কোচের পদ ছাড়েন দক্ষিণ আফ্রিকার নিল ম্যাকেঞ্জি। তারই উত্তরসূরী হন ম্যাকমিলান। গত ২৫ আগস্ট ম্যাকমিলানকে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী অক্টোবর-নভেম্বরে শ্রীলংকা সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের ব্যাটসম্যানদের নিয়ে কাজ করবেন ম্যাকমিলান। শ্রীলংকা সফরের জন্য প্রাক-ক্যাম্পের আগে দলের সঙ্গে যোগ দিবেন তিনি। দলের সঙ্গে যোগ দেয়ার আগে নিজের পরিকল্পনা সাজাচ্ছেন ম্যাকমিলান। ইএসপিএনক্রিকইনফোকে তিনি বলেন, ‘প্রথমে আমার প্রধান লক্ষ্যই হবে ক্রিকেটারদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা। আমি যা করার জন্য মুখিয়ে আছি। আমি কিছু ক্রিকেটারকে ভালোভাবে চিনি, যারা নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে। আমি দায়িত্ব নিয়েই টেকনিকে তেমন পরিবর্তন আনবো না। এটা আমার প্রথম কাজ নয়। আমার কাজ হবে, ক্রিকেটারদের পরিকল্পনার সঙ্গে কিছু-কিছু টেকনিক যোগ করা। যার মাধ্যমে ব্যাটসম্যানরা আরো বেশি সাফল্য পাবে’। তিনি আরো বলেন, ‘আমি বিশ্বাস করি, টেস্ট ম্যাচে ব্যাটিংয়ের প্রথম ধাপই হচ্ছে শক্তভাবে ডিফেন্স করা, এরপর নিজের উপর বিশ্বাস আনতে হবে, আার দ্বিতীয়ত দীর্ঘসময় ব্যাটিংয়ের ভালো সিদ্ধান্তগুলো নিতে হবে। তুমি যদি এগুলো করতে পারো, তবেই তুমি বোলারের সঙ্গে লড়াই করতে পারবে এবং সঠিক সময়ে সঠিক শটটি খেললে সফল হতে পারবে’। শ্রীলংকা সফরে সেপ্টেম্বরের শেষের অনুশীলনটি অনেক বেশি গুরুত্বপূর্ন বলে মনে করেন ম্যাকমিলান। তিনি বলেন, ‘সেপ্টেম্বরের শেষে কলম্বোতে শুরু হওয়া তিন সপ্তাহের অনুশীলন ক্যাম্পে বাংলাদেশের খেলোয়াড়দের অনেক সময় দিতে হবে। কারণ করোনাভাইরাসের জন্য ৬-৭ মাস খেলার বাইরে ছিলো ক্রিকেটাররা। তাই সিরিজের আগে অনুশীলন ক্যাম্প ভালো কাজে দেবে’। বাংলাদেশের সঙ্গে যুক্ত হবার জন্য ম্যাকমিলানকে ফোন করেছিলেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। ডোমিঙ্গোর ফোন কল-এ অবাকই হয়েছিলেন ম্যাকমিলান। সেটিও বললেন তিনি, ‘আমি অবাক হয়েছিলাম। ডোমিঙ্গোর কাছ থেকে ফোন পাই এবং তারপর এক সপ্তাহ এটা নিয়ে ভেবেছি। এই চ্যালেঞ্জটা লুফে নিতে আমি বেশ রোমাঞ্চিত ছিলাম। এই মুহূর্তে খুব বেশি ক্রিকেট হচ্ছে না, যখন সুযোগ এসেছে, আমি সেটা নেয়ারই সিদ্ধান্ত নিয়েছি। এই দলটি এবং কোচিং স্টাফের সঙ্গে কাজ করতে সত্যিই মুখিয়ে আছি আমি। ডোমিঙ্গোর মতো একজন অভিজ্ঞ কোচের সঙ্গে কাজ করাটাও আনন্দের হবে। সাথে অন্যান্য কোচিং স্টাফরাও থাকবেন’। ১৯৯৭ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করেন ৪৩ বছর বয়সী ম্যাকমিলান। ২০০৭ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে দেশের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন তিনি। এই দশ বছরে নিউজিল্যান্ডের হয়ে ৫৫ টেস্টে ৩১১৬ রান, ১৯৭ ওয়ানডেতে ৪৭০৭ রান ও ৮টি টি-টোয়েন্টিতে ১৮৭ রান করেছেন আক্রমনাত্মক এ ব্যাটসম্যান। বল হাতে টেস্টে ২৮টি ও ওয়ানডেতে ৪৯টি উইকেট শিকার করেন তিনি। ক্রিকেট থেকে অবসর নেয়ার পর ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত নিউজিল্যান্ড দলের ব্যাটিং ও ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছেন ম্যাকমিলান। ২০১৯ বিশ্বকাপের পর নিউজিল্যান্ড দলের ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়েন ম্যাকমিলান। তার তত্ত্ববধানে ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপের ফাইনালে খেলেছে কিউইরা। এছাড়াও ক্যান্টারবুরি, মিডলসেক্স ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আছে নিউজিল্যান্ডের সাবেক এই ব্যাটসম্যানের। Share this:FacebookX Related posts: জার্মানির বর্ষসেরা ফুটবলার লেভানদভস্কি শ্রীলংকায় যাবে না বাংলাদেশ: পাপন ভারতকে বড় লক্ষ্য ছুড়ে দিল অস্ট্রেলিয়া উইন্ডিজের সামনে ২৯৮ রানের বিশাল লক্ষ্য দর্শক উচ্ছৃঙ্খলায় বাফুফেকে ফিফার জরিমানা টাইগারদের ওয়ানডে দলে ব্যাপক রদবদল, দুই নতুন মুখ বায়ার্নের ১৩ মিনিটের ঝলক তৃতীয় ফাইনালের খোঁজে হায়দরাবাদ, প্রথমের অপেক্ষায় দিল্লি সিলেটে হবে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প রাজকীয় প্রত্যাবর্তন সাকিবের, বোলিংয়ে এসেই নিলেন ৩ উইকেট ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ সিরিজ জিততে বাংলাদেশের টার্গেট ১৪৯ SHARES Matched Content খেলাধুলা বিষয়: ‘ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক উন্নয়নইখেলাধুলাপ্রথমলক্ষ্য’হবে আমার