গলাচিপায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২০

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপা উপজেলার কালিকাপুর এলাকায় পুকুর থেকে জহির খলিফা ( ৩৬) নামে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।

গলাচিপা থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত জহির খলিফা বাড়ির নিকটে দোকানদারী করতো,শনিবার(২৯ আগস্ট) রাতে সে খাবার খেয়ে বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে বের হয়ে বাড়িতে ফিরে আসেনি।

রবিবার (৩০ আগস্ট) ৬টায় জাৎসুল খলিফা পুকুরে মাছের খাবার দিতে যেয়ে জহিরের ভাসমান লাশ দেখতে পায়। মৃত জহির খলিফা দুই সন্তানের জনক ,পেশায় একজন পোল্ট্রি খাদ্য ব্যবসায়ী।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, সকালে খবর পেয়ে লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। পারিবারিক বরাত দিয়ে তিনি জানান,মৃত জহির খলিফা বেশ কিছুদিন ধরে জ্বরে আক্রান্ত ছিল।তদন্ত চলমান রয়েছে।