ছুটিতে থাকা শ্রমিকদের মালয়েশিয়া প্রবেশ আবারও ঝুলে গেলো দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২০ অনলাইন ডেস্ক : মহামারী করোনা ভাইরাসে লকডাউনের সময় বা এর আগে মালয়েশিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে যারা এখনো ছুটিতে বিভিন্ন দেশে আছেন তারা এই মুহুর্তে দেশটিতে প্রবেশ করতে পারছেন না। যাদের ছুটিতে থাকা অবস্থায় ভিসার মেয়াদ শেষ হয়েছে তারা কিভাবে মালয়েশিয়ায় ফিরবেন সে ব্যাপারেও সু-স্পষ্ট নির্দেশনা দেয়নি মালয়েশিয়া সরকার। বৃহস্পতিবার (২৭ আগষ্ট) এক বিবৃতিতে বিদেশি শ্রমিকদের এখনই দেশটিতে প্রবেশের বিষয়টি নাকচ করে দিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী দাতো সেরী ইসমাইল সাবরি ইয়াকুব বলেন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে কর্মীরা আটকে পড়ার বিষয়টি এবং তাদের দূর্দশার ব্যাপারটিও তিনি অবগত আছেন। তিনি বলেন, সবার আগে মালয়েশিয়ার স্বাস্থ্য সুরক্ষা। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের নিরাপত্তার কথা ভেবে আমাদের বর্ডার এখনই খুলে দিব না। পাশাপাশি স্বাস্থ্য বিধি নিষেধ গুলো এখনই প্রত্যাহার করছি না। কারণ এখনো কোভিট-১৯ সংক্রমণ নিয়ন্ত্রনে থাকলেও আমরা আশঙ্কা মুক্ত না। আমরা যদি এখনই বিদেশিদের এ দেশে প্রবেশ করেত দেই তাহলে করোনা ভাইরাস সংক্রমন ঝুকিতে পড়তে পারে স্থানীয় মালয়েশিয়ানরা তাই এখনই আমরা সেই ঝুঁকি নিব না। পরিস্থিতি বিবেচনায় শুধু সীমিত বিদেশিদের অনুমতি দেওয়া হয়েছে। যাদের রেসিডেন্স, মাই সেকেন্ড হোম, প্রফেশনাল, মেইড, ডিপেন্ডেবল, মালয়েশিয়া স্বামী বা স্ত্রী সন্তান রয়েছে, কুটনৈতিক ইত্যাদি সংশ্লিষ্ট ভিসা রয়েছে। সুতরাং থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার মত দেশগুলোতে যারা আমাদের সাহায্যকারী ওয়ার্ক পারমিটধারী কর্মী রয়েছেন আমাদের প্রয়োজন সত্ত্বেও প্রবেশের অনুমতি দিতে পারছি না। বাংলাদেশেও অসংখ্য মালয়েশিয়া পারমিটধারী শ্রমিক রয়েছেন যারা ছুটিতে গিয়ে আটকে আছেন। আবার অনেকের ভিসার মেয়াদও শেষ হয়েছে। তারা কখন ফিরবেন, কিভাবে ফিরতে পারবেন সে বিষয়ে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহম্মদ শহীদুল ইসলাম মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান এর কাছে উত্থাপন করেছিলেন। তখন এম সারাভানান জানিয়েছেন, সময় হলে এবিষয়ে সরকারি দিক নির্দেশনা জারি করা হবে। Share this:FacebookX Related posts: মালয়েশিয়া ত্যাগ করলেন ১৫৪ বাংলাদেশি চীনে নতুন করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৮০ একনজরে গ্র্যামি অ্যাওয়ার্ড পেলেন যারা ট্রাম্পের হুমকির পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত মদিনা শরিফে করোনায় আরও দুই বাংলাদেশির মৃত্যু লকডাউন-কারফিউ তুলে নিলে অবস্থা হবে ভয়াবহ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা হংকং-চীনে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সরঞ্জাম ফের ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখ সৌদির তেল রফতানি কমেছে ৬২ শতাংশ ভারতে করোনায় একদিনে ১২৪৭ জনের মৃত্যু ৬শ বাল্যবিয়ে বন্ধ করতে পেরেছে বাংলাদেশি এই কিশোরী গর্ভপাতকে বৈধতা দিয়ে ঐতিহাসিক আইন পাস হচ্ছে আর্জেন্টিনায় SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: ছুটিতে থাকাপ্রবেশ আবারও ঝুলে গেলোমালয়েশিয়াশ্রমিকদের