নোয়াখালীতে ভিডিও কনফারেন্সে বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২০

অনলাইন ডেস্ক : ‘শেখ হাসিনার উদ্দ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ এই শ্লোগানে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা শতভাগ বিদ্যুতায়ন ও চৌমুহনীতে ১১৩ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেছেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এ উপলক্ষে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিদ্যুৎ বিভাগের আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খাঁনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-৩ আসনের সাংসদ মামুনুর রশীদ কিরণ, জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম সেলিম, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. এবিএম জাফর উল্লাহ, নোয়াখালী পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার মো. গোলাম মোস্তফা প্রমুখ।