‘বন্দুকযুদ্ধে’ প্রবাসী মাহামুদুল নিহতের ঘটনায় প্রদীপসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২০ অনলাইন ডেস্ক : বন্দুকযুদ্ধে মাহামুদুল হক নিহতের ঘটনাকে’ পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ এনে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ২৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত এজাহারটি পর্যালোচনা করে ‘বন্দুকযুদ্ধে মাহামুদুল হক নিহতের ঘটনায় টেকনাফ থানায় দায়ের করা মামলার বিস্তারিত প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন। বুধবার (২৬ আগস্ট) বেলা সোয়া ২টায় জৈষ্ঠ্য বিচারিক হাকিম (টেকনাফ-৩) মো. হেলাল উদ্দিনের আদালত এ আদেশ দেন। টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার মিয়া হোসেনের ছেলে নুরুল হোছাইন (৪৫) বাদি হয়ে এই মামলাটি দায়ের করেন। এতে অভিযুক্তদের মধ্যে ওসি প্রদীপসহ ১৬ জনই পুলিশের সদস্য। অন্যান্য ৭ জন চৌকিদারসহ স্থানীয় প্রভাবশালী। অভিযুক্তরা হলেন, টেকনাফ থানার এসআই দিপক বিশ্বাস, ওসি প্রদীপ কুমার দাশ, এসআই জামসেদ আহমদ, ওসি তদন্ত এবিএমএস দোহা, এসআই দীপংকর কর্মকার, এএসআই হিল্লোল বড়ুয়া, এএসআই ফরহাদ হোসেন, এএসআই আমির হোসেন, এএসআই সনজিৎ দত্ত, কনস্টেবল রুবেল শর্মা, কনস্টেবল সাগর দেব, ড্রাইভার জহির, কনস্টেবল হৃদয়, ব্যাটালিয়ন কনস্টেবল সৈকত, ব্যাটালিয়নের কনস্টেবল প্রসেনজিৎ, ব্যাটালিয়ন কনস্টেবল উদয়, হ্নীল সিকদার পাড়ার মৃত মোস্তফা কামালের ছেলে নুরুল আমিন প্রকাশ নুরুল্লাহ দফাদার, একই এলাকার মৃত আবু শামার ছেলে জাহাঙ্গীর আলম, নাটমুরা পাড়ার নজির আহমদের ছেলে নুরুল হোছাইন, সিকদার পাড়ার আলোর ছেলে ভূট্টো, মৃত তোফায়েল আহমদের ছেলে আনোয়ারুল ইসলাম ননাইয়া, পূর্ব পানখালীর আবুল হাশেমের ছেলে নুরুল আলম, মৃত নবী হোসেনের ছেলে নুরুল আমিন। নুরুল হোছাইন বাদি হয়ে দায়ের করা এজাহারে বলা হয়েছে, প্রবাস থেকে ফেরত আসার পর পুলিশ তার ভাইয়ের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ টাকা না দেয়ায় ২০১৯ সালের ২৮ মার্চ তার ভাইকে ধরে নিয়ে যাওয়া হয়। ছেড়ে দেয়ার প্রতিশ্রুত ৫ লাখ টাকা চাঁদা দিলেও ৩১ মার্চ তার ভাইকে হত্যা করা হয়। বাদির পক্ষের আইনজীবী মো. কাসেম আলী জানান, এজাহারটি পর্যালোচনা করে আদালত আগামী ৭ সেপ্টেম্বর বন্দুকযুদ্ধ সংক্রান্ত টেকনাফ থানায় দায়ের করার মামলার বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে আদেশ দিয়েছেন। বাদি নুরুল হোছাইন জানান, তার ভাইয়ের বিরুদ্ধে কোন সময় কোন মামলা ছিলনা। পরিকল্পিতভাবে তারভাইকে হত্যা করা হয়েছে। এরপর থেকে পুলিশের পক্ষে ধারাবাহিক হুমকি প্রদান করা হয়। নিরাপত্তার কারণে এতদিন মামলা করার সুযোগ ছিল না। এখন সুযোগ হয়েছে তাই মামলা করেছেন। Share this:FacebookX Related posts: কক্সবাজারে বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গার মৃত্যু নোয়াখালীতে ১২ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত রোহিঙ্গা ক্যাম্পে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ‘ডাকাত’ নিহত পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১ পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ সন্ত্রাসী নিহত টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা নিহত বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ রোহিঙ্গা নিহত হাতিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত ছাগলনাইয়ায় বন্দুকযুদ্ধে নিহত ১ বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: নিহতের ঘটনায়প্রদীপসহ ২৩ জনের বিরুদ্ধে মামলাপ্রবাসী মাহামুদুলবন্দুকযুদ্ধে