নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীকে মেরে ফেললেন স্ত্রী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২০ নিউজ ডেস্ক :নারায়ণগঞ্জের ফতুল্লায় পরকীয়ার কারণে পারিবারিক কলহের জেরে জামাল হোসেন (৪৮) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী শারমীন আক্তারকে (৪০) আটক করা হয়েছে। নিহত জামাল হোসেন ফতুল্লা দাপাইদ্রাকপুর এলাকার রেইনবো মোড় এলাকার মৃত মো. আলীর ছেলে। নিহতের মেয়ে সামিয়া আক্তার জানান, তার বিয়ে হয়েছে ফতুল্লার মাসদাইর এলাকায়। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে তিনি তার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে আসেন। তার বাবা রাত ১১টার দিকে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটার দিকে সামিয়ার ঘুম ভেঙে যায়। তিনি ডাইনিং রুমের আলো জ্বালানো দেখতে পেয়ে তা নেভাতে গিয়ে দেখতে পান তার বাবার মরদেহ বাথরুমের ভেতরে পড়ে রয়েছে। তখন তিনি তার মাসহ ছোট ভাইকে ডেকে তোলেন। পরে তাদের বাড়ির ভাড়াটিয়াদের ডেকে তোলা হয়। সবাই এসে মরদেহ বাথরুম থেকে বের করেন। ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, জামাল হোসেন দীর্ঘদিন সৌদি আরবে চাকরি করেছেন। দেড় বছর আগে তিনি দেশে ফিরে আসেন। তার সঙ্গে এক নারীর পরকীয়া সম্পর্ক রয়েছে বলে স্ত্রী সন্দেহ করতেন। এ নিয়ে পরিবারে অশান্তি সৃষ্টি হয়। এরই জেরে মঙ্গলবার গভীর রাতে পরিকল্পিতভাবে স্ত্রী শারমীন আক্তারসহ পরিবারের অন্য সদস্যরা জামাল হোসেনকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে হত্যার পর মরদেহটি বাথরুমে রেখে দেন। পরে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়। তিনি বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। স্বামীকে হত্যায় জড়িত থাকার অভিযোগে স্ত্রী শারমিন আক্তারকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। Share this:FacebookX Related posts: পাঁচবিবিতে ৮৯০ পিচ অ্যাম্পুলসহ স্বামী-স্ত্রী আটক আশুলিয়ায় স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী আটক নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ ইউএনও মোঃ সোহাগ হোসেন ফতুল্লায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টি স্বর্ণের বারসহ আটক-১ টাঙ্গাইলে তিন স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২ টাঙ্গাইলে ৩ স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় দুজনের দায় স্বীকার ইউএনও’র গাড়ি ভাঙচুর করে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা,আহত-৪ মাদারীপুরে নতুন আরো ২৯ জনসহ আক্রান্ত ৭৩৮ সন্ধ্যার পর হাতিরঝিলে প্রবেশ নিষেধ জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা সম্পাদক ইলিয়াস মানিকগঞ্জে মাদক কারবারির কারাদন্ড SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: নারায়ণগঞ্জেরফতুল্লায়ফেললেনমেরেস্ত্রীস্বামীকে