দুই কারখানা শ্রমিককে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৪ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২০ অনলাইন ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে দুই কারখানা শ্রমিককে গণধর্ষণের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার শ্রীপুর থানায় ৫ জনকে অভিযুক্ত করে মামলা করেন ভুক্তভোগী। গ্রেফতারকৃতরা হলেন, গাজীপুরের শ্রীপুর উপজেলার বিদাই গ্রামের শাহীনুর (৩০), একই এলাকার কালাম (২৬), জাহাঙ্গীর (৩০) ও বাবু (১৮)। এ ঘটনায় মোকছেদুল ইসলাম গা ঢাকা দিয়েছে। অভিযুক্তরা সবাই সিএনজি চালক (ত্রিচক্রযান)। ভিকটিমদ্বয়ের ভাষ্যমতে, তারা দু’জন ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ীর আকবর কটন মিলে দীর্ঘদিন ধরে চাকরিরত। তারা উভয়েই শিল্প কারখানার নিজস্ব আবাসস্থলে অবস্থান করে চাকুরি করতেন। গত ২১ অগাস্ট (শুক্রবার) বিকেলে শিল্প কারখানা ছুটি হলে ভিকটিমদ্বয়ের একজনের দুলাভাই শ্রীপুরের বিদাই গ্রামের শাহীনুর ইসলামের বাড়িতে বেড়াতে যান দু’জন। সেখানে গেলে অভিযুক্তরা তাদের সেখান থেকে ফুসলিয়ে গ্রামের ভ্রমরা ভিটায় পরিত্যাক্ত একটি ঘরে নিয়ে যান। সেখানে তাদের গণধর্ষণ করা হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ইমাম হোসেন জানান, ভিকটিমের স্বজনদের মাধ্যমে খবর পেয়ে তাদের উদ্ধার করা হয়। পরে শনিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। ভিকটিমদের স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। Share this:FacebookX Related posts: প্রশ্নপত্র ফাঁস ও গুজবের অভিযোগে গ্রেফতার-৪ পরিবহন থেকে অবৈধ টোল আদায়, গ্রেফতার ৪ গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪ নারী শ্রমিককে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৪ ডামুড্যায় কৃষি জমিতে পুকুর খনন, ইউএনও’র অভিযান পাকুন্দিয়ায় ইয়াবা ট্যাবলেট’সহ মাদক ব্যবসায়ী আটক ধর্ষণের শিকার ৪ জন ঢামেকের ওসিসিতে ভর্তি রাতের আধারে পেঁয়াজসহ আটক ২ বিকাশের ফাঁদে পা দিলেই সর্বনাশ ফেসবুকে বন্ধুত্ব করে টাকা আত্মসাৎ, গ্রেফতার ১৫ রায়পুরায় ছেলেধরা আটক, তিন শিশু উদ্ধার সাভারে ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেফতার SHARES Matched Content অপরাধ বিষয়: গণধর্ষণের ঘটনায়গ্রেফতার-৪দুই কারখানা শ্রমিককে