তরুণীর আপত্তিকর ছবি ইন্টারনেটে প্রকাশের হুমকি, যুবক আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২০ অনলাইন ডেস্ক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লক্ষ্মীপুর শহরের শিশু পার্ক এলাকা থেকে আবিদ হাসান আকাশ (২৫) নামে এক যুবককে আটক করেছে। শুক্রবার সকালে তাকে আটক করা হয়। সে চাঁদপুর জেলার মধ্যম শীরামদি গ্রামের মৃত মনা হাওলাদারের ছেলে। এ ব্যাপারে র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের (ভারপ্রাপ্ত) অধিনায়ক মো. আবু ছালেহ সাংবাদিকদের জানান, ফেইসবুকের মাধ্যমে লক্ষ্মীপুরের এক তরুণী সাথে আকাশের পরিচয় হয়। এরপর থেকে আকাশ লক্ষ্মীপুরে এসে বিভিন্ন স্থানে তরুণীর সাথে দেখা করতো। বিভিন্ন রেস্টুরেন্টে এ দেখা করে বিবাহের প্রলোভন দেখিয়ে তার সাথে অনৈতিক ও আপত্তিকর আচরণসহ বিভিন্ন ছবি ও ভিডিও চিত্র ধারণ করেন। সম্প্রতি তরুণীর অন্যত্র বিবাহ হয়ে যায়। এরপরে আকাশ বিভিন্ন সময় মোবাইল ফোনে কল করে তরুণীকে তার সহিত পূর্বের মতো যোগাযোগ করে অশ্লীল আপত্তিকর অবস্থায় মিলিত হওয়ার কথা বলে। তরুণী তার প্রস্তাবে রাজী না হওয়ায় তার মোবাইলে ধারণকৃত আপত্তিকর ছবি ও ভিডিও তার স্বামীর নিকট পাঠালে স্বামী উক্ত ছবি তার ভগ্নিপতি ও অভিভাবকের নিকট প্রেরণ করে। এতে তরুণীর সংসার ভাঙ্গার উপক্রম হয়। এছাড়াও উক্ত অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দিবে বলে হুমকি দেয়। এঘটনায় তরুণী র্যাবের কাছে অভিযোগ দায়ের করলে র্যাব অভিযান চালিয়ে আকাশকে আটক করে। এসময় তার নিকট হতে মোবাইলে সংরক্ষিত বিভিন্ন অশ্লীল, আপত্তিকর ছবি ও ভিডিওসহ তার মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় সাইবার ক্রাইম অপরাধে মামলা দায়েরের প্রস্ততি চলছে। Share this:FacebookX Related posts: ‘বন্দুকযুদ্ধে’ মাদক পাচারকারী নিহত কুমিল্লায় অস্ত্র-গুলিসহ ডাকাত দলের ১১ সদস্য গ্রেফতার নোয়াখালীতে ১২ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত আশুগঞ্জে ২১ কেজি গাঁজা ও ১টি পিকআপসহ মাদক ব্যবসায়ী আটক পটিয়ায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক নবীনগরে পা কেটে উল্লাস আসামি ৮শ, গ্রেফতার ৪২ মাদক ব্যবসায় বাধা দেয়ায় ট্রাক্টর চালককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১ কোরআনে হাফেজকে পিটিয়ে হত্যা আটক ৬ পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবক আটক বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আ’লীগ নেতা আটক বিজয়নগরে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার SHARES Matched Content অপরাধ বিষয়: আপত্তিকর ছবিইন্টারনেটেতরুণীরপ্রকাশের হুমকিযুবক আটক