৬মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন মামলা তুলে নিতে ধর্ষকের হুমকি

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২০

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ ধোবাউড়া উপজেলা ১নং দক্ষিন মাইজপাড়া ইউনিয়নে ৯নংওর্য়াড পশ্চিম সোহাগীপাড়া গ্রামে ৬ মাসের অন্তসত্বা গৃহবধুকে ধর্ষনের অভিযোগ উঠে বিল্লাল হোসেন (৩১) নামে এক যুবকের বিরোদ্ধে।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও ধর্ষক বিল্লাল হোসেন ও তার সহযোগীরা মামলা তুলে নিতে ধর্ষিতার পবিরারকে হুমকি দিয়ে যাচ্ছে। অথচ ধর্ষক এলাকায় অবস্থান করলেও পুলিশ এখনও তাদেরকে গ্রেফতার করতে পারেনি বলে অভিযোগ করেন ভূক্তভোগী গৃহবধূ। অভিযোগে জানা যায়, গত ১২ আগষ্ট সকালে জেলার সীমান্তবর্তী দক্ষিনমাইজপাড়া ইউনিয়ন পশ্চিম সোহাগীপাড়া গ্রামে বিল্লাল হোসেন ঐ নারীর বাড়িতে যায়। গৃহবধুর স্বামী আসাদুল্লাহ অন্যের বাড়িতে কাজে থাকায় ।

বাড়িতে পরিবারের কেউ না থাকায় সে সুযোগে বিল্লাল হোসেন ঘরে ডুকে ৬ মাসের অন্তসত্বা গৃহবধূকে জোড় পূর্বক ধর্ষন করে। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন আসলে বিল্লাল ও তার সহযোগীরা পালিয়ে যায়। এ ঘটনায় গত ৮ ই আগষ্ট ধর্ষিতা নিজে বাদী হয়ে ধোবাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ দায়ের করেন।

এ ঘটনায় অভিযোগকারী গৃহবধূ ্ও এলাকাবাসী ধর্ষক বিল্লাল হোসেন তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানান। এ বিয়য়ে ধোবাউড়া থানার এস আই মাসুদ জামালী জানান, অভিযোগটি হাতে পেয়েছি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।