ডুমুরিয়া থানার ওসিকে ঢাকায় স্থানান্তর দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২০ আতিয়ার রহমান,খুলনা : খুলনা ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব স্ট্রোকের (মস্তিষ্কে রক্ত ক্ষরণ) শিকার হয়ে খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ২৪ ঘন্টায় জ্ঞান না ফেরায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করেছেন বলে জানাযায়। মঙ্গলাবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬ টার দিকে খুলনার শহিদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের হ্যালিপ্যাড চত্তর থেকে এয়ার অ্যম্বুলেন্স যোগে তাকে ঢাকায় নেওয়া হয় ডুমুরিয়া থানার ওসিকে। সন্ধ্যা ৭ টার দিকে ঢাকায় পৌঁছালে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে গতকাল সোমবার (১০ আগস্ট) সন্ধ্যার দিকে ডুমুরিয়া থানায় দায়িত্ব পালন কালে তিনি গুরতর অসুস্থ হয়ে পড়েন। খুলনা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গল বার সন্ধ্যায় থানায় দায়িত্ব পালনে কালে হঠাৎ তার নাক-মুখ থেকে রক্ত বের হয় এবং জ্ঞান হারিয়ে ফেলেন। এসময়ে পুলিশ সদস্যরা তাকে দ্রত খুলনায় এনে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাকে আইসিইউতে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছিল। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও জ্ঞান না ফেরায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন। ঘটনার শুনার সাথে সাথে এদিকে ওসি ডুমুরিয়াকে দেখতে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে ছুটে যান খুলনা জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ (বিপিএম) তিনি ডাক্তার সাথে কথা বলে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করেছেন বলে জানান। পুলিশ সুপার সব সময় মানুষের কল্যানে কাজ করেযাচ্ছেন তিনি যায়যায়দিনকে বলেন,আমার খুলনা জেলা সকল মানুষ আমার কাছে নিজের সন্তানের মতো বলে, আমি রাতদিন কাজ করে যাচ্ছি,আমার কাছে পুলিশ ও সাধারন মানুষ সমান । ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার পরিবার ও পুলিশ সদস্যরা। Share this:FacebookX Related posts: ডুমুরিয়া মান্দ্রায় মাঠ ভরাট কাজ এলাকাবাসীর অভিযোগে স্থগিত খুলনা ডুমুরিয়া ভোকেশনাল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণ প্রকল্প ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে ডুমুরিয়া উপজেলা আ.লীগের শোক শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৪৯ টি ম্যান্ডাফ হাঁস উদ্ধার খুলনায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত কর্তৃপক্ষের গাফেলতিতে পরীক্ষা দিতে পারলেন না ৫ শিক্ষার্থী বাগেরহাটে করোনা প্রতিরোধে অভিযান চলাচ্ছে সেনাবাহিনী মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মৎস্য আহরণ শরণখোলায় জাল ও মাছসহ ট্রলার আটক শার্শার বাগআঁচড়া পরিষদে বাজার কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝিনাইদহে চোরাই মোটরসাইকেলসহ ভুয়া পুলিশ সদস্য আটক দুই কচ্ছপ বিক্রেতাকে জরিমানা SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: ডুমুরিয়াঢাকায় স্থানান্তরথানার ওসিকে