স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২০ অনলাইন ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোর রাতে উপজেলার বৌলাছড়া চা বাগানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, অলকা তন্তবায় (৩৫) ও তার স্বামী বিপুল তন্তবায় (৪২)। অলকা তন্তবায় বৌলাছড়া চা বাগানের নিবন্ধিত শ্রমিক। স্বামী বিপুল তন্তবায়ের বাগানে কাজ ছিলো না। এই দম্পত্তির শুভা তন্তবায় (১৪), দেবা তন্তবায় (৯) ও দেবী তন্তবায় (৪) নামে ৩ সন্তান রয়েছে। মির্জাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও একই বাগানের বাসিন্দা খোকন কর্মকার জানান, তারা ধারণা করছেন কলহের জের ধরে স্বামী, স্ত্রীকে খুন করে নিজে আত্মহত্যা করেছেন। তাদের বড় মেয়ে শুভা তন্তবায় জানায়, রাতে ঘরে বাবা-মা ও তার ছােট ভাই ঘুমাতে যায়। সে পাশের কক্ষে ঘুমায়। সকাল বেলা ঘুম থেকে উঠে সে তার বাবা-মায়ের মৃতদেহ দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লােকজন এগিয়ে আসে। সে আরও জানায়, বাবা-মায়ের মধ্যে ভালাে সম্পর্কই ছিলাে। একই ইউনিয়নের প্রাক্তন চেয়াম্যান ফিরোজ মিয়া জানান, খবর পেয়ে সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই বৌলাছড়া হাসপাতাল লাইনের লেবার কলোনিতে বিপুল তন্তবায়ের ঘরের মেঝেতে তার স্ত্রীর গলাকাটা লাশ এবং ঘরের তীরের সঙ্গে বিপুল তন্তবায় গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) সোহেল রানা জানান, প্রকৃত রহস্য জানতে তদন্ত চলছে। তবে আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি, পারিবারিক কলহের জের ধরে স্বামী, স্ত্রীকে হত্যা করে পর সে নিজেই আত্মহত্যা করেছে। Share this:FacebookX Related posts: তাহিরপুরে পল্লীতে আগুন লেগে লক্ষ টাকার মালামাল ভম্বিভুত নবীগঞ্জে ভারতী মদসহ আলোচিত মাদক ব্যবসায়ী গ্রেফতার তাহিরপুরে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল সিলেট থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তার বেতনের টাকায় খাদ্য সহায়তা তুলে দিলেন তাহিরপুর থানা পুলিশ তাহিরপুর সীমান্তে ভারতীয় গাঁজা সহ নাসির বিড়ির চালান আটক শ্রীমঙ্গলে নন-এমপিও শিক্ষক-কর্মচারিদের প্রধানমন্ত্রীর প্রণোদনা প্রদান শালী-দুলাভাই’র অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় মাকে হত্যা! বঙ্গমাতার জন্মবার্ষিকীতে শ্রীমঙ্গলে সেলাই মেশিন বিতরণ মৌলভীবাজারে সংঘবদ্ধ সিএনজি চোর চক্রের প্রধান নজরুল আটক ধর্মপাশায় শিক্ষা পল্লীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ধর্মপাশায় হাওরে ফসলরক্ষা বাঁধ শুরুর দাবিতে মানববন্ধন SHARES Matched Content দেশের খবর বিষয়: স্ত্রীর গলাকাটাস্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার