দুর্নীতির গ্লানি নিয়ে বিদায় নিচ্ছেন ইফা ডিজি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯ নিউজ ডেস্কঃ দীর্ঘ সমালোচনার সমাপ্তি ঘটিয়ে মঙ্গলবার বিদায় নিচ্ছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল।তার স্থানে দায়িত্বে আসছে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংস্থা) মু. আ. হামিদ জমাদ্দার। তবে তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের এ দায়িত্ব পালন করবেন।জানা গেছে, নতুন ডিজি নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকবেন আ. হামিদ জমাদ্দার। তিনি পহেলা জানুয়ারি থেকে ডিজির সকল কার্যক্রম চালিয়ে নিবেন।এ বিষয়ে নতুন দায়িত্ব পাওয়া মু. আ. হামিদ জমাদ্দার আমার সংবাদকে বলেন, আমি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্ব পালন করব। নতুন মহাপরিচালক নিয়োগ হলে তার কাছে দায়িত্ব হস্তান্তর করব। জানা যায়, সামীম মোহাম্মদ আফজাল জুডিশিয়াল সার্ভিসে ১৯৮৩ সালে যোগদান করেন। ২০০৯ সালের জানুয়ারিতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে নিয়োগ পান। নিয়োগ ও পদোন্নতি, বিভিন্নখাত থেকে দুর্নীতিসহ নানা বিষয়ে অনিয়ম করেছেন তিনি।২০০৯ সালের পর থেকে কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে দৈনিক ভিত্তিতে ৬০০ থেকে ৭০০ কর্মচারী নিয়োগ দিয়েছেন তিনি। যাদের পরবর্তী সময়ে নিয়মিতকরণ করা হয়। তবে এখনো ২০০ থেকে ৩০০ কর্মচারী দৈনিক ভিত্তিতে নিয়োজিত আছেন।এ ছাড়া একাধিকবার কর্মকর্তা নিয়োগেও মহাপরিচালক অনিয়ম করেছেন বলে অভিযোগ রয়েছে। নিয়ম বহির্ভূতভাবে পদোন্নতি, নিয়োগে আত্মীয়করণ, কেনাকাটায় অনিয়মসহ অসংখ্য অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। আবার যারা তাঁর কথা শুনতেন না তাদের সাময়িক বরখাস্ত করারও অভিযোগ রয়েছে সামীম মোহাম্মদ আফজালের বিরুদ্ধে। এ সমস্ত দুর্নীতির অভিযোগে এক সময় স্বীয় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীরাই তার অপসারণরে দাবিতে আন্দোলন করে। পরবর্তীতে তার অসুস্থতার কথা বিবেচনা করে চুক্তির মেয়াদ শেষ করার সুযোগ দেন সরকার। সে অনুযায়ী মঙ্গলবারই তাঁর শেষ দিন। আগামীকাল থেকে নতুন ব্যক্তি হিসেবে দায়িত্ব পালন করবেন মু. আ. হামিদ জমাদ্দার। আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু Share this:FacebookX Related posts: সীমান্তবাসী সচেতন হলে সীমান্ত হত্যা কমতে পারে : বিজিবি ডিজি ঢাকা সিটি নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ আছে: সিইসি আমাদের সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত রোগী বহনে বিশেষ হেলিকপ্টার নতুন আইজিপি বেনজীর আহমেদ সংসদে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করোনায় মৃত্যুর মিছিলে আরও ৪১ জন কে কি লিখল তা নিয়ে মাথা ঘামাবেন না: জনপ্রশাসনকে প্রধানমন্ত্রী কাপ্তাইয়ের পর রাঙ্গামাটি মৎস্য ব্যবসায়ীদের থেকে চাঁদা দাবি, বিপাকে মৎস্যজীবীরা করোনায় মৃত্যু কমলেও বেড়েছে আক্রান্ত বই উৎসবের উদ্বোধন সকালে করোনায় আক্রান্ত ১০১৪ জন SHARES Matched Content জাতীয় বিষয়: ইফাডিজিদুর্নীতির গ্লানিনিচ্ছেননিয়েবিদায়