ওসি প্রদীপ গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২০ নিজস্ব প্রতিবেদক : সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় কক্সবাজারের টেকনাফ থানার প্রত্যাহারকৃত ওসি প্রদীপ কুমার দাসকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, চট্টগ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে আমরা শুনেছি। যেহেতু তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত সংস্থা আমরা (র্যাব) তাই ধারণা করছি তাকে আমাদের কাছে হস্তান্তর করা হবে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সূত্র জানায়, প্রদীপ কুমার অসুস্থতাজনিত কারণে চট্টগ্রামের লালখান বাজারের পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসার জন্য যান। বৃহস্পতিবার দুপুরে সিএমপি সদর দফতরে আসেন তিনি। এরপরই তাকে পুলিশি হেফাজতে নেয়া হয়। দুপুর ২টায় তাকে নিয়ে একটি মাইক্রোবাসে করে কক্সবাজারের উদ্দেশে রওনা হয় পুলিশ। তাকে বহনকারী মাইক্রোবাসের পাশে তিনটি গাড়িতে পোশাক পরিহিত ও সাদা পোশাকে পুলিশ সদস্যরা ছিল। আরেকটি ভ্যানে সেনাবাহিনীর সদস্যরাও ছিলেন বলে জানা গেছে। এর আগে বুধবার রাত ১০টায় টেকনাফ থানায় আদালতের নির্দেশে মেজর সিনহার বোনের করা হত্যা মামলাটি নথিভুক্ত হয়। ওইদিন বেলা সাড়ে ১১টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩, টেকনাফের বিজ্ঞ বিচারক তামান্না ফারহার আদালতে অভিযোগ দায়ের করেন সিনহার বোন শারমিন শাহরিয়া। পরে আদালত সেটি টেকনাফ থানাকে মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন। এছাড়া মামলার তদন্তভার দেয়া হয় র্যাব-১৫ এর অধিনায়ককে। Share this:FacebookX Related posts: ফাঁদ মামলায় ১০০ সরকারি কর্মকর্তা-কর্মচারী গ্রেফতার কাউকে গ্রেফতারের এখতিয়ার নেই দুদকের লিবিয়া হত্যাকাণ্ড: ক্যাম্প মালিক দালালসহ ৪ জন গ্রেফতার শিগগিরই গ্রেফতার রিজেন্টের সাহেদ : র্যাব হাজী সেলিমের ছেলে গ্রেফতার, বাসায় তল্লাশি চালাচ্ছে র্যাব যুগ্ম সচিব পরিচয়ে প্রতারণা,দুই প্রতারক গ্রেফতার গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেমরায় ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৩ রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৬২ রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৫ রাজধানীতে ১৪ হাজার ইয়াবাসহ গ্রেফতার এক SHARES Matched Content জাতীয় বিষয়: ওসি প্রদীপগ্রেফতার