আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি শুরু

প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২০

অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আবারও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি শুরু হয়েছে। ছয়দিনের ছুটি শেষে বুধবার (৫ আগস্ট) সকাল থেকে রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয় বলে জানিয়েছেন আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন ভূঁইয়া।

রপ্তানি শুরুর মধ্য দিয়ে আবারও কর্মমুখর হয়ে উঠেছে স্থলবন্দর। তবে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১২ মার্চ থেকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ হয়েছে।

ব্যবসায়ী নেতা রাজীব উদ্দিন ভূঁইয়া জানান, ঈদুল আজহা উপলক্ষে গত ৩০ জুলাই থেকে বন্দরে ছয়দিনের ছুটি শুরু হয়। ছুটি কাটিয়ে বুধবার থেকে ভারতে পণ্য রপ্তানি শুরু হয়েছে। সকাল থেকে ভোজ্য তেল, সিমেন্ট ও খাদ্য সামগ্রী বোঝাই কয়েকটি ট্রাক আগরতলা স্থলবন্দরে প্রবেশ করেছে।

উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রফতানিমুখী আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন সিমেন্ট, ভোজ্য তেল, প্লাস্টিক, তুলা ও খাদ্য সামগ্রীসহ বিভিন্ন পণ্য রপ্তানি হয় ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায়। সেখান থেকে রপ্তানিকৃত পণ্য সরবরাহ করা হয় দেশটির উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে।