বিরামপুরের মেয়র-ইউএনও-এসিল্যান্ড করোনায় আক্রান্ত

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২০

অনলাইন ডেস্ক : দিনাজপুর বিরামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুহাসিয়া তাবাসসুম ঈদের রাতে করোনাভাইরাসে আক্রান্ত রিপোর্ট পেয়েছেন। এর আগে বুধবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার করোনা আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী বলেন, শুক্রবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। শনিবার পরীক্ষার ফলাফলে তার করোনা শনাক্ত হয়।

ডা. সোলায়মান হোসেন মেহেদী আরও বলেন, এর আগে বিরামপুরের পৌর মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলায় এখন পর্যন্ত ১৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মুহাসিয়া তাবাসসুম বলেন, গত কয়েকদিন ধরেই শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষা জন্য দেয়া হয়।শনিবার ঈদের দিনে সন্ধ্যায় করোনা পজিটিভ আসে।