‘এসো গৌরীপুর গড়ি’ পথ শিশুদের জন্য কোরবানি দিচ্ছে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২০ কমল সরকার,গৌরীপুর : বৃহত্তর ময়মনসিংহের অন্যতম সেচ্ছাসেবী সংগঠন ” এসো গৌরীপুর গড়ি” সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দানশীল মানুষের সহযোগিতায় অসহায়, দুস্থ ও ছিন্নমূল শিশুদের জন্য গরু কোরবানি দেয়ার উদ্যোগ গ্রহন করেছে। ইতিমধ্যে কোরবানির গরু ক্রয় করেছে সংগঠনটি। সংগঠনের প্রধান সমন্বয়ক আবু কাওছার চৌধুরী রন্টি জানান ঈদের দিন কোরবানির গোস্তের সাথে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীও দেয়া হবে। তার মধ্যে থাকবে ২ কেজি পোলাও চাল ৫শ গ্রাম তেল, ৫শ গ্রাম পেয়াজ,৫শ গ্রাম আলু ও মাংসের মসল্লা ১ প্যাকেট । এছাড়াও ঈদের দিন আগ্রহী কোরবানির মাংস দানকারীদের মাংস ও কোরবানির চামড়া বিক্রির টাকা সংগ্রহ করে তারা সংগঠনের মাধ্যমে ফুডব্যাগে করে ঈদের দিন বাড়ি বাড়ি পৌঁছে দিবে “এসো গৌরীপুর গড়ি” সংগঠনের স্বেচ্ছাসেবকরা। এজন্য সকলের সহযোগিতা কামনা করেছে তারা। সংগঠনের সমন্বয়ক বলেছেন,আপনার/আপনাদের অনুদানে হতে পারে অসহায়, দুস্থ শিশুদের খুশির ঈদ । ‘এসো গৌরীপুর গড়ি’র’ মাধ্যমে অসহায় দুস্থ মানুষের কাছে সাহায্য পাঠাতে চাইলে যোগাযোগ করুন- ০১৭৭৬-১৯৫১৬৫ (বিকাশ ব্যক্তিগত)। Share this:FacebookX Related posts: ‘এসো গৌরীপুর গড়ি’ সেচ্ছাসেবী সংগঠনের খাদ্যসামগ্রী বিতরণ গৌরীপুরে করোনা রোগীর পাশে ‘এসো গৌরীপুর গড়ি’ সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ২৫ লাখ টাকার সেতু নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পরিবার থেকেই সচেতন হতে হবে-ওসি হালুয়াঘাটে মেডিক্যাল এ্যাসিসটেন্টকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা গৌরীপুরে অষ্ট্রেলিয়া প্রবাসী লাভলীর খাদ্য সহায়তা ভালুকায় ৪ জন করোনা রোগী শনাক্ত এলাকা লকডাউন হালুয়াঘাটে অসহায় মানুষের পাশে আহমদ ফাউন্ডেশন গৌরীপুরে ছাত্রলীগ নেতার নিজ ক্ষেতের ধান বিতরণ গৌরীপুরের দরিদ্র বিল্লাল বাদাম বিক্রি করে পড়ালেখা ও সংসারের খরচ যোগাচ্ছে গৌরীপুর রোগ প্রতিরোধে আয়রন-জিংক সমৃদ্ধ উদ্ভাবিত নতুন ধানচাষ! নেত্রকোণায় ট্রাক চাপায় মহিলা নিহত SHARES Matched Content দেশের খবর বিষয়: ‘এসো গৌরীপুর গড়ি’কোরবানিপথ শিশুদের জন্য