দেশের বাজারে শাওমি আনলো রেডমি ৯এ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২০ অনলাইন ডেস্ক : গ্লোবাল টেকনোলজি লিডার শাওমি বৃহস্পতিবার দেশের বাজারে উন্মোচন করেছে নতুন ফোন ‘রেডমি ৯এ’। ফোনটি চলতি মাসে দেশে আনা রেডমি ৯ সিরিজের দ্বিতীয় ফোন। এন্ট্রি লেভেলের স্মার্টফোন হিসেবে এতে থাকছে শক্তিশালী চিপসেট এবং প্রিমিয়াম সব ফিচার। শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, উল্লেখযোগ্য স্মার্টফোন অভিজ্ঞতা সবার কাছে সহজলভ্য করাই আমাদের লক্ষ্য। সাশ্রয়ীমূল্যে শাওমির রেডমি ৯এ স্মার্টফোনটি ৫ হাজার এমএএইচ ব্যাটারি এবং ৬.৫৩ ইঞ্চির ডট ড্রপ ডিসপ্লের সঙ্গে প্রত্যাশিত পারফরম্যান্স নিশ্চিত করবে। আমাদের বিশ্বাস রেডমি ৯এ ডিভাইসে থাকা হার্ডওয়্যার এবং সফটওয়্যারে মি ফ্যান এবং গ্রাহকরা খুব সন্তুষ্ট হবে। আমরা গ্রাহকদের জন্য রেডমি পরিবার থেকে সেরা ফোনটিই তুলে দেবার প্রত্যাশা করি। রেডমি ৯এ স্মার্টফোনে রয়েছে ৬.৫৩ ইঞ্চির বড় আকৃতির ডট ড্রপ ডিসপ্লে। যার কালার কনট্রাস রেশিও : ১৫০০:১ (টিওয়াইপি), রয়েছে টিইউভি রাইনল্যান্ড লো ব্লু লাইট সার্টিফিকেশন। এই ডিসপ্লে ব্যবহারকারীকে এক অন্যরকম অভিজ্ঞতা দেবে। উন্নতমানের ছবি তুলতে ডিভাইসটির পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফির জন্য রয়েছে সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরায় রয়েছে এলইডি ফ্ল্যাশ, প্যানারোমা ফিচার। ছবির পাশাপাশি ধারণ করা যাবে ১ হাজার ৮০ পিক্সেল ভিডিও। ফলে যেকোন অবস্থায়ই দ্রুত ও সহজেই পরিষ্কার ছবি ও ভিডিও ধারণ করা সম্ভব। রেডমি ৯এ ডিভাইসে রয়েছে মিডিয়াটেক হেলিও জি২৫ অক্টা-কোর গেইমিং চিপসেট। আপ টু ২.০ গিগাহার্জ সিপিইউ এবং ১২ ন্যানোমিটার প্রসেস টেকনোলজি। অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের পাশাপাশি রয়েছে শাওমির কাস্টমাইজড এমআইইউআই ১২। পাওয়া যাবে ফলে দিনভর একটা ভালো অপারেটিং অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা। ফোনটিতে দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ পেতে রয়েছে ৫ হাজার এমএএইচের শক্তিশালী ব্যাটারি। ১০ ওয়াট ওয়্যার চার্জিং সাপোর্টসহ বক্সেই থাকছে ১০ ওয়াটের চার্জার। থাকছে ২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ, যা মেমোরি কার্ডে বাড়ানো যাবে ৫১২ জিবি পর্যন্ত। এছাড়াও ফোনটিতে রয়েছে ডুয়েল ফোরজি সাপোর্ট সিম, ওয়াইফাই, ব্লুটুথ, ৩.৫ মিমি হেডফোন জ্যাক, ফেইস আনলকসহ নানা ফিচার। রেডমি ৯এ বাংলাদেশে পাওয়া যাবে গ্রানাইট গ্রে, পিকক গ্রিন, স্কাই ব্লু এই তিন রঙে। শাওমির অথোরাইজড মি স্টোর এবং রিটেইল পার্টনার স্টোরে ফোনটি পাওয়া যাবে। রেডমি ৯এ ফোনটির দাম ৯ হাজার ৯৯৯ টাকা। Share this:FacebookX Related posts: ‘সবার জন্য ইন্টারনেট’ সেবা নিয়ে স্মাইল ব্রডব্যান্ড ডিজিটাল বাংলাদেশ গড়তে দক্ষ ও বিশেষজ্ঞ প্রযুক্তিবিদ তৈরি করতে হবে : রাষ্ট্রপতি ২০২৩ সালে স্যাটেলাইট-২ উৎক্ষেপণ : মোস্তাফা জব্বার ব্লু হোয়েলের চেয়েও ভয়ঙ্কর টিকটকের ‘স্কাল ব্রেকার’ আপনি করোনায় আক্রান্ত কিনা জানাবে ফেসবুক চালু হলো পশুর ‘ডিজিটাল হাট’ প্রথম ধাপে ৫০টি অনলাইন গণমাধ্যমের নিবন্ধন হবে: তথ্যমন্ত্রী ঢাকায় ফেসবুক এজেন্টের বিরুদ্ধে ভ্যাট ফাঁকির মামলা ‘ফেসবুককে বাংলাদেশের আইন মানতে হবে’ অনুমতি ছাড়া পাঁচ কেজির বেশি ড্রোন ওড়ানো যাবে না শেখ রাসেল ডিজিটাল ল্যাবের কাজ দ্রুত শেষ করার নির্দেশ ফেসবুকের কল্যাণে দুর্গা ফিরে পেল পরিবার SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: দেশের বাজারেরেডমি ৯এশাওমি আনলো