ক্ষেতলালে সুপার নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯

নিউজ ডেস্কঃ জয়পুরহাটের ক্ষেতলালে হোপপীরহাটা ডি ইউ দ্বি-মুখী দাখিল মাদ্রাসা সুপার নিয়োগের বিভিন্ন অনিয়মের অভিযোগে মানববন্ধন করেছে মাদ্রাসার অভিভাবক, শিক্ষার্থীসহ এলাকাবাসী। সোমবার (৩০ ডিসেম্বর) উপজেলার বড়তারা ইউনিয়নে হোপপীরহাটা ডি ইউ দ্বি মুখী দাখিল মাদ্রাসার সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষার্থীরা জানান, ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম মাসুদ মুকুল নিয়োগ ব্যাণিজ্য করে গোপনে নাশকতার মামলার আসামি এবং ইতোপূর্বে দুটি মাদ্রাসার সহ-সুপার থাকাকালীন সময়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে বরখাস্তকৃত সহ-সুপার খলিলুর রহমানকে হোপপীরহাটা ডি ইউ দ্বি মুখী দাখিল মাদ্রাসায় সুপার পদে নিয়োগ দেওয়ায় এলাকাবাসী চরম ক্ষোভ দেখা দেয়।


এ ঘটনায় এলাকার অভিভাবক ও শিক্ষার্থীরা ওই সুপার নিয়োগ বাতিলের দাবি জানিয়ে মাদ্রাসার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।বর্তমান ওই মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার জহুরুল ইসলাম বলেন, মাদ্রাসার সুপার নিয়োগের চূড়ান্ত বোর্ড গঠন আবেদন করেছিলাম। কিন্তু পরবর্তীতে আমাকে সদস্য সচিব হিসেবে ওই নিয়োগ সংক্রান্ত কোন কিছু না জানিয়ে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।মাদ্রাসার সভাপতি গোলাম মাসুদ মুকুল তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারের আবেদনের প্রেক্ষিতেই বোর্ড গঠন করা হয়। তাকে নিয়োগ বোর্ডের সদস্য না রাখা হলেও বিধি মোতাবেক সুপার পদে খলিলুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছফিউল্যাহ বলেন, সরকারি বিধি মোতাবেক সকল নিয়ম মেনে নিয়োগ বোর্ড গঠনের মাধ্যমে গত ২৫ ডিসেম্বর ওই মাদ্রাসার সুপার পদে খলিলুর রহমানকে চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়েছে।

‘নেত্রী আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ’