করোনা প্রতিরোধে আত্রাই থানা পুলিশের নানামুখী কার্যক্রম

প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে নওগাঁর আত্রাই থানা পুলিশের উদ্যোগে উপজেলার আহসানগঞ্জ হাটে ‘একটি খুটি একটি গরু’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সর্বসাধারণের মাস্ক ব্যবহারে জনসচেতনতা মূলক প্রচারণাসহ নানামুখী কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার দিনব্যাপি উপজেলার বৃহত্তম আহসানগঞ্জ গরুর হাটে সামাজিক দুরুত্ব বজায় রেখে কেনাকাটা ও মাস্কের সঠিক ব্যবহার সম্পর্কে ক্রেতা-বিক্রেতা এবং সংশ্লিষ্ট সকলের সাথে সচেতনতা ও প্রচারণা করেন আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন, এসআই মোস্তাফিজুর রহমান, এএসআই মনিরুল ইসলাম, ডিএসবি নূরুল ইসলামসহ হাটমালিক ও ক্রেতা-বিক্রেতাগণ।

এ সময় ওসি মোসলেম উদ্দিন সর্বসাধারণের মাস্ক ব্যবহারে সঠিক নিয়ম মেনে চলার জন্য আহবান জানান। সেই সাথে সামাজিক দূরুত্ব বজায় রেখে পবিত্র ঈদের কেনাকাটা করতে পরামর্শ দেন তিনি। তিনি আরো বলেন হাট-বাজারে জনসচেতনার জন্য মাইকিং অব্যাহত রয়েছে।