কেন্দুয়ায় ২০৬ টি রোডলাইট স্থাপনে জনগণ খুশি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০ অনলাইন ডেস্ক : বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে, গুরুত্বপূর্ন হাট বাজারে এবং যেখানে জনসমাগম বেশি হয় সেসব স্থান সহ কেন্দুয়া উপজেলায় ২শ ৬টি সৌর রোডলাইট স্থাপনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান মৃধা জানান, ২০১৯-২০ অর্থবছরে কাবিখা ও টিআর প্রকল্পের মাধ্যমে প্রথম কিস্তিতে ১০৫টি এবং দ্বিতীয় কিস্তিতে ১০১টি সৌর রোডলাইট স্থাপনের কাজ চলছে। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় থেকে প্রতিটি রোডলাইটের জন্য ৫৬ হাজার ৪৯০ টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে। সে হিসেবে ২০৬টি রোডলাইটের জন্য মোট ১ কোটি ১৬ লাখ ৩৬ হাজার ৯৪০ টাকা ব্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ন হাটবাজার ও যেখানে জনসমাগম বেশি হয়, সেসবস্থানেই প্রথম পর্যায়ের ১০৫টি রোডলাইট স্থাপনের কাজ প্রায় শেষের পথে। তিনি বলেন, নেত্রকোনা-৩ আসনের এম.পি অসীম কুমার উকিলের পরামর্শ নিয়ে রোডলাইটগুলো যাতে জনগনের বেশি উপকারে আসে সে সব স্থানেই স্থাপন করা হয়েছে। কান্দিউড়া ইউনিয়নের তাম্বুলীপাড়া প্রস্তাবিত “ন্যাচারাল পার্ক” এলাকায় প্রাকৃতিক সুন্দর্য্য উপভোগ করার জন্য প্রতিদিন অনেক দর্শনার্থী যাচ্ছেন। তাদের কথা চিন্তা করেই ওই এলাকায় দুটি রোডলাইট স্থাপন করা হয়েছে প্রয়োজনে আরো হবে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরো জানান, তাম্বুলিপাড়া এলাকায় খুব সহসাই এম.পি অসীম কুমার উকিল পরিদর্শন করে প্রাকৃতিক সুন্দর্য্যরে আনন্দ জনগণের সঙ্গে ভাগাভাগি করবেন এবং এই এলাকাটির প্রাকৃতিক সুন্দর্য্য উপভোগ করার জন্য আগত দর্শনার্থীদের নিরাপত্তা ও সেবার মান আরো কিভাবে বৃদ্ধি করা যায় সেটিও তিনি আগামী দিনে ভেবে দেখবেন। টিআর কাবিখার অন্যান্য কাজের চেয়ে রোডলাইট এবং বিভিন্নবাড়িতে সোলার স্থাপন অনেক গুরুত্বপূর্ণ ও কার্যকরী একটি প্রকল্প। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শেই টিআর কাবিখার অন্যান্য কাজের পরিবর্তে দূর্যোগ সহনীয় ঘর, রোডলাইট এবং বিভিন্ন বাড়িতে সোলার স্থাপন প্রকল্পের মাধ্যমে অনেক স্বচ্চতা ফিরে এসেছে। উপকৃত হচ্ছেন সাধারন জনগনও। Share this:FacebookX Related posts: কেন্দুয়ায় সরকারি ধান ক্রয়ে কৃষক নির্বাচনে লটারী কেন্দুয়ায় করোনা সচেতনতায় দিনরাত পুলিশের মাইকিং কেন্দুয়ায় খোলা বাজারের ৯০ বস্তা চাল কালো বাজারে : ডিলারসহ গ্রেফতার-২ নেত্রকোনার কেন্দুয়ায় চাঞ্চল্যকর রহিমা হত্যা মামলার বাদী স্বামী ও ছেলে গ্রেফতার কেন্দুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু কেন্দুয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু কেন্দুয়ায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত কেন্দুয়ায় অবৈধ ইটভাটা ভেঙ্গে দিলেন ম্যাজিষ্ট্রেট সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গৌরীপুরে পৌর মেয়র সৈয়দ রফিকের মতবিনিময় গৌরীপুরে স্বামী-স্ত্রী করোনায় আক্রান্ত ভালুকায় ভূয়া ভোটার আইডি ব্যবহার করে ভূমি জালিয়াতি হালুয়াঘাটে এক সন্তানের জননীর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা SHARES Matched Content দেশের খবর বিষয়: ২০৬ টিকেন্দুয়ায়জনগণ খুশিরোডলাইট স্থাপনে