আজ থেকে ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০ অনলাইন ডেস্ক : করোনা পরিস্থিতিতে ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সকল জায়গায় মাস্ক ব্যবহারের নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য সেবা বিভাগ। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি আধা সরকারি স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিসে কর্মরত কর্মকর্তা কর্মচারী ও সংশ্লিষ্ট অফিসে আগত সেবা গ্রহীতাগণ বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করবেন। সরকারি-বেসরকারি ও স্বাস্থ্য সেবা কেন্দ্রে আগত সকলকে মাস্ক ব্যবহার করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গির্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে মাস্ক পরতে হবে। শপিংমল, বিপণিবিতান, দোকান ও হাট বাজারের ক্রেতা-বিক্রেতাদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, গণপরিবহনে চালক, সহকারী ও যাত্রীদের মাস্ক ব্যবহার করতে হবে। গার্মেন্টস ফ্যাক্টরিসহ শিল্প কলকারখানায় মাস্ক ব্যবহার করতে হবে। হকার, রিক্সা ও ভ্যান চালকসহ সকল পথচারীকে মাস্ক পরতে হবে। হোটেল রেস্টুরেন্ট কর্মরত ব্যক্তি, সকল সামাজিক অনুষ্ঠানে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। বাড়িতে করোনা উপসর্গসহ কেউ থাকলে পরিবারের সুস্থ সদস্যরা মাস্ক ব্যবহারের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৭ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ১০ হাজার ৫১০ জন। নতুন করে মৃত্যু হয়েছে ৪১ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৭০৯ জন। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১৩ হাজার ১৫৯ জনের। এর মধ্যে পরীক্ষা করা হয় ১২ হাজার ৮৯৮ জনের। নতুন পরীক্ষা করা নমুনায় আরও ৩ হাজার ৫৭ জনের দেহে করোনা শনাক্ত হয়।আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৭০৯ জনে। এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ১ হাজার ৮৪১ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ১৫ হাজার ৩৯৭ জনে। Share this:FacebookX Related posts: আজ থেকে ঢাকার রাস্তায় কড়াকড়ি জনস্বার্থে ২৪ ঘণ্টা নগর ভবন খোলা রাখব : তাপস অর্থপাচার মামলায় এনামুল-রূপন ৪ দিনের রিমান্ডে সাভারে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৫ করোনা ভাইরাস : কাপাসিয়া পুলিশের লিফলেট বিতরণ বিআরটিএ’র নকল লাইসেন্সসহ সংঘবদ্ধ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার সিনহা হত্যা: নির্ধারিত সময়েই মামলার প্রতিবেদন গণধর্ষণে সন্তান প্রসব, ডিএনএ টেস্টে মিলল পিতৃপরিচয় নূর হোসাইন কাসেমী আর নেই ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক সিরাজদিখান থানা পুলিশের অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত সালথায় নেতাকর্মীদের সাথে লাবু চৌধুরীর মত বিনিময় SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: আজ থেকেঘরের বাইরেমাস্ক পরা বাধ্যতামূলক