কিশোরগঞ্জে দুই ভুয়া দুদকের উপ-পরিচালক আটক

প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, জুলাই ২১, ২০২০

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের ভুয়া উপ-পরিচালক পরিচয় দিয়ে ৫টি এন্ড্রয়েড মোবাইল সেট আত্মসাতের অভিযোগে দুইজনকে র‌্যাব আটক করেছে। গত রোববার রাতে র‌্যাব অভিযান চালিয়ে তাদের আটক করে ও তাদের কাছ থেকে প্রতারণা করে মোবাইল সেট উদ্ধার করে।

গত ১২ জুলাই কিশোরগঞ্জ শহরের হোটেল শেরাটন এর নীচে স্যামসাং মোবাইল শো-রুমে পরিবারের জন্য মোবাইল সেট কিনবেন বলে ৫টি সেট দোকানের একজন কর্মীসহ গণপূর্ত বিভাগের রেস্ট হাউসে নিয়ে যায়। পরে সুকৌশলে সেটগুলি নিয়ে তারা পালিয়ে যায়।

এ ব্যাপারে র‌্যাব- ১৪ এর নিকট অভিযোগ করলে তারা তথ্য প্রযুক্তির মাধ্যমে অপরাধীদের সনাক্ত করে ঢাকার বাড্ডা থেকে আটক করে। তাদের কাছ থেকে ৫টি মোবাইল সেট ও নগদ ৪ লাখ ৮ হাজার ৪২০ টাকা উদ্ধার করা হয়।

তারা হলেন- নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার বরপিট গ্রামের মৃত মজিবুল হকের পুত্র মোঃ শহিদুল হক দিপু (৫২) ও মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার দেওয়ানকান্দি গ্রামের মৃত আলী মিয়া বেপারীর পুত্র মোঃ হুমায়ুন কবীর (৩৫)। তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় মিথ্যা পরিচয়ে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।