ডাকাতি মামলার ওয়ারেন্টভূক্ত আসামীসহ গ্রেফতার ৩ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, জুলাই ২১, ২০২০ নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কালীগঞ্জে ডাকাতি মামলার এক ওয়ারেন্টভূক্ত আসামীসহ তার দুই সহযোগীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২০ জুলাই) ভোররাতে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাসী করে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক। আটকৃতরা হলেন উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামের করিম মোল্লার ছেলে মো. শাকিল মোল্লা (৩১), মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও (ভিটিপাড়া) গ্রামের নূর মোহাম্মদ ভূঁইয়ার ছেলে আসাদ ভূঁইয়া (২৭) ও একই গ্রামের চান মিয়ার ছেলে মো. বুরুজ মিয়া (৩০)। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক জানান, সোমবার ভোররাতে মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্টেভূক্ত আসামী গ্রেফতারের উদ্দেশ্যে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওমর ফারুকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে জামালপুর ইউনিয়নের দোলান বাজার এলাকায় অভিযান চালায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে একই কর্মকর্তা মোক্তারপুর বড়গাঁও গ্রামে অভিযান চালায়। অভিযানে ডাকাতির ওয়ারেন্টসহ ৮ মামলার আসামী মো. শাকিল মোল্লা এবং তার দুই সহযোগী আসাদ ভূঁইয়া ও বুরুজ মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাসী করে শাকিলের কাছে ২০ পিছ, আসাদের কাছে ২০ ও বুরুজের কাছে ১০ পিছ ইয়াবাসহ মোট ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। ওই কর্মকর্তা আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে ওই এলাকায় বিক্রি করত বলে স্বীকার করেছে। তবে এ ব্যাপারে নতুন একটি মাদক (নং ২৩) মামলায় গ্রেফতারকৃতদের গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। Share this:FacebookX Related posts: ডামুড্যায় কৃষি জমিতে পুকুর খনন, ইউএনও’র অভিযান পাকুন্দিয়ায় ইয়াবা ট্যাবলেট’সহ মাদক ব্যবসায়ী আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টি স্বর্ণের বারসহ আটক-১ বাঁশ ঝাড়ে পরে থাকা লাশটি ‘পাঠাও’ চালকের আন্ডারওয়াল্ডের শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী শাকিল গ্রেফতার জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা গ্রেফতার পল্লবী থানায় বিস্ফোরণ : তিনজন ১৪ দিনের রিমান্ডে রাজধানীতে চার শিশুকে যৌন নির্যাতন, গ্রেফতার ১ লালবাগে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য আটক গাজীপুরে রিভলবার-গুলিসহ গ্রেফতার ৩ শ্যামলীতে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার চুরি মামলার প্রধান আসামি গ্রেফতার SHARES Matched Content অপরাধ বিষয়: আসামীসহ গ্রেফতার ৩ওয়ারেন্টভূক্তডাকাতি মামলার