গণস্বাস্থ্যের কিটে করোনা পরীক্ষা হলে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০ নিজস্ব প্রতিবেদক : কোথাও গণস্বাস্থ্যের কিট দিয়ে করোনা পরীক্ষা করা হচ্ছে- এমন খবর পেলে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ জানিয়েছেন ‘জিআর কোভিড-১৯ র্যাপিড ডট ব্লট’ প্রকল্পের সমন্বয়নকারী খোন্দকার ড. মুহিব উল্লাহ। সোমবার সকালে দেওয়া বিবৃতিতে তিনি এ কথা বলেন। সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে গণস্বাস্থ্য কেন্দ্রে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবে জানিয়ে ডা. মুহিব উল্লাহ খোন্দকার বলেন, ‘উক্ত হাসপাতালের কোনও প্রকার কিট পরীক্ষার সঙ্গে গণস্বাস্থ্যের সম্পর্ক নেই।’ গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত ‘জিআর কোভিড-১৯ র্যাপিড ডট ব্লট অ্যান্টিবডি টেস্ট কিট’ এখনও সরকারের অনুমোদন পায়নি উল্লেখ করে তিনি বলেন, ‘গণস্বাস্থ্যের এই কিটের এখন পর্যন্ত কোনও বিপণন হয়নি। শুধু বঙ্গবন্ধু শেখ মুবিজ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল ছাড়া অন্য কোনও প্রতিষ্ঠানকে করোনা পরীক্ষার জন্য বা ট্রায়ালের জন্যও দেওয়া হয়নি।’ গণস্বাস্থ্যের কিট দিয়ে দেশের বিভিন্ন জায়গায় করোনার পরীক্ষা করা হচ্ছে বলে যে খবর বেরিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা দাবি করেন ডা. মুহিব উল্লাহ। তিনি বলেন, ‘আমরা মনে করছি, করোনার মহাদুর্যোগে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবনীর বিরুদ্ধে এটা স্পষ্ট এক ষড়যন্ত্র। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।’ গণস্বাস্থ্য সরকারের অ্যান্টিবডি টেস্ট ও কিট সংক্রান্ত সব প্রকার নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল বলে উল্লেখ করে ড. মুহিব। Share this:FacebookX Related posts: গত বছর যক্ষ্মায় আক্রান্ত ২ লাখ ৯৩ হাজার: এনটিপি কয়েকটি এলাকা লক ডাউন করার কথা ভাবছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী অতি বয়স্করা ঘরে থাকুন : আইইডিসিআর করোনা : চিকিৎসায় অস্বীকৃতি জানাতে পারবে না কোনো হাসপাতাল করোনার ওষুধ: তৈরি হচ্ছে দেশেই, রোববার থেকে বিনামূল্যে সরবরাহ আইসিইউতে ভালো ফল পাওয়া যায়নি, ৯ রোগীর ৮ জনেরই মৃত্যু আরও ২ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার করোনার সংকটে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়েছে: ডা. জাফরুল্লাহ একদিনেই বেড়ে গেলো করোনায় আক্রান্তের সংখ্যা প্রথম ধাপে টিকা পাবেন ৮ দশমিক ৬৮ শংতাশ মানুষ ভ্যাকসিন কবে আসবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী টিকা নিলেন স্বাস্থ্যসচিব আব্দুল মান্নান SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: আইন-শৃঙ্খলা বাহিনীকেকরোনা পরীক্ষা হলেগণস্বাস্থ্যের কিটেজানানোর অনুরোধ