মঙ্গলবার দেখা যাবে পদ্মাসেতুর ৩ কিলোমিটার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯ নিউজ ডেস্কঃ একের পর এক স্প্যান বসানোয় দৈর্ঘ্য বেড়ে চলছে স্বপ্নের পদ্মাসেতুর। গাড়ি ও ট্রেনে চড়ে পদ্মা পাড়ি দেয়ার স্বপ্ন এখন ধীরে ধীরে বাস্তবে রূপ নেয়ার পথে। সব কিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বসানো হবে পদ্মাসেতুর ২০ তম। এ স্প্যানটি ১৮-১৯ নম্বর পিলারের উপর বসানো হবে। এতে দৃশ্যমান হবে পদ্মার ৩ কিলোমিটার সেতু।এর আগে ২১ ও ২২ নম্বর পিলারের উপর বসানো হয় পদ্মাসেতুর ১৯তম স্প্যান। তখন দৃশ্যমান হয় ২ হাজার ৮৫০ মিটার সেতু। শতভাগ শেষ হয় পদ্মা সেতুর নকশা জটিলতায় আলোচিত সেই ৬ ও ৭ নম্বর পিলারের কাজ।সেতুর ৪২টি পিলারের মধ্যে সবচেয়ে বেশি জটিল ছিল এ দুটি পিলার। ৪ বছর আগে এ দুটি পিলারে জটিলতা দেখা দেয়ায় শেষ পর্যন্ত পদ্মাসেতু হবে কিনা, তা নিয়েই দেখা দেয় অনিশ্চয়তা। বিশ্বে এর আগে কোথাও হয়নি- এমন একটি পদ্ধতিতে এ দুটি পিলারের জটিলতা কাটিয়ে চলতি মাসে শতভাগ কাজ শেষ করতে পারাকে বড় সাফল্য হিসেবে দেখছে সেতু কর্তৃপক্ষ।নানা জটিলতা কাটিয়ে পদ্মাসেতুর নির্মাণ কাজ শুরু হয় ২০১৫ সালের ডিসেম্বর মাসে। ২০১৭ সালে নদীর গভীরতার কারণে সেতুর ১৪টি পিলারের নকশা পরিবর্তন করা হয়।মোট ৪১টি স্প্যানের মধ্যে এ পর্যন্ত ১৯টি স্প্যান বসানোর মধ্য দিয়ে ২ হাজার ৮৫০ মিটার দৃশ্যমান হয়েছে। সেতু নির্মাণ প্রকল্পের অগ্রগতি হয়েছে ৬৩ শতাংশ।এ প্রসঙ্গে জানতে চাইলে প্রকল্প পরিচালক প্রকৌশলী শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘জটিল সব কাজ শেষ। এখন শুধুই অগ্রগতি। ২০২১ সালের ৩০ জুনের মধ্যে সব কাজ শেষ করে সেতু যান চলাচলের জন্য খুলে দেয়ার লক্ষ্য নিয়ে কাজ করছি। ‘নেত্রী আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ’ Share this:FacebookX Related posts: পিছিয়ে গেছে পদ্মাসেতুর উদ্বোধন যোগ্য মানুষ গড়ে তোলার আহ্বান শিক্ষামন্ত্রীর রাজশাহীতে হচ্ছে ১১টি আধুনিক মডেল মসজিদ দেশে মাদকসেবী ৮০ লাখ : র্যাব ডিজি প্রধানমন্ত্রীকে ফোন, পোশাকের কোনো অর্ডার বাতিল করবে না সুইডেন সিদ্ধান্ত বদলালেন গাজীপুরের মেয়র ঈদে শিল্প-কারখানার ছুটিও তিনদিন করোনায় মৃত্যু আড়াই হাজার ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল দুই লাখ ‘ধর্ষকরা পশুর চেয়েও অধম’ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ কম্বল পাঠাতে চেয়ে ফের ভারতীয় হাইকমিশনারকে গণস্বাস্থ্যের চিঠি SHARES Matched Content জাতীয় বিষয়: ৩ কিলোমিটারপদ্মাসেতুরমঙ্গলবার দেখা যাবে