এমপি মমিন করোনায় আক্রান্ত

প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য ও মন্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মমিন মন্ডল করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সোমবার দুপুরে তিনি নিজেই তার করোনা সনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুল মমিনের সহকারী ব্যক্তিগত সচিব তাজ উদ্দিন জানান, কয়েকদিন ধরে আব্দুল মমিন অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দু’দিন আগে করোনা পরীক্ষার জন্য তার নমুনা দেওয়া হয়। সকালে তার করোনা পজেটিভ রেজাল্ট আসে।