কারাগারে ডা. সাবরিনা

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০

নিজস্ব প্রতিবেদক : দুই দফা রিমান্ড শেষে জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনাকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়।
এ সময় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাবরিনাকে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক লিয়াকত আলী। এ সময় সাবরিনার পক্ষে আব্দুস সালামসহ কয়েকজন আইনজীবী জামিন আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১২ জুলাই সাবরিনাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়। পর দিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে দ্বিতীয় দফায় গত ১৭ জুলাই আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। দুই দফায় ৫ দিনের রিমান্ড শেষে তাকে এবার কারাগারে পাঠানো হলো।

করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে অভিযুক্ত প্রতিষ্ঠান জেকেজি হেলথ কেয়ারের কর্ণধার আরিফুল চৌধুরীর স্ত্রী ডা. সাবরিনা চৌধুরী জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের একজন চিকিৎসক। জেকেজির চেয়ারম্যানের দায়িত্বে সাবরিনা আছেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়।

জানা যায়, জেকেজির কর্ণধার স্বামী-স্ত্রী মিলে করোনা টেস্টের ভুয়া সনদ বিক্রি করেছেন। প্রতিটি টেস্টের জন্য জনপ্রতি নিয়েছেন সর্বনিম্ন ৫ হাজার টাকা। আর বিদেশি নাগরিকদের কাছ থেকে জনপ্রতি তারা নিতেন ১০০ ডলার।