ঢাকা-১০ ও গাইবান্ধা-৩ আসন শূন্য ঘোষণা

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯

নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদের ঢাকা-১০ আসন ও গাইবান্ধা-৩ আসন শূন্য ঘোষণা করে নির্বাচনের পরবর্তী পদক্ষেপ নেয়ার জন্য জাতীয় সংসদ সচিবালয় থেকে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়কে চিঠি দেয়া হয়েছে।সোমবার (৩০ ডিসেম্বর) নির্বাচন কমিশনকে (ইসি) এই চিঠি দিয়েছে সংসদ সচিবালয়।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচনের জন্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস পদত্যাগ করায় ঢাকা-১০ আসন শূন্য ঘোষণা করা হয়।


অন্যদিকে গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য মো: ইউনুস আলী সরকার ২৭ ডিসেম্বর মৃত্যুবরণ করায় তার আসনটিকেও শূন্য ঘোষণা করেছে জাতীয় সংসদ সচিবালয়।এর আগে আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী হিসেবে দক্ষিণ সিটি কর্পোরেশনে শেখ ফজলে নূর তাপস এবং উত্তর সিটি কর্পোরেশনে আতিকুল ইসলামকে প্রার্থী ঘোষণা করে আওয়ামী লীগ। ঢাকা দক্ষিণের বর্তমান মেয়র সাঈদ খোকন মনোনয়নপ্রত্যাশী হলেও তাকে বাদ দিয়ে শেখ ফজলে নূর তাপসকে মনোনয়ন দেয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ জানুয়ারি। ভোটগ্রহণ করা হবে ৩০ জানুয়ারি।

সিআইপি সম্মাননা পেয়েছেন কাতার প্রবাসী ঈশ্বরদীর আব্দুল আজিজ খান