বাগেরহাটে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপন অভিযান

প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০

নিজস্ব প্রতিবেদক : বাগেরহাটে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বৃক্ষরোপন অভিযান শুরু করেছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদের নির্দেশক্রমে জেলা কমান্ড্যান্ট মো. নাহিদ হাসান জনি রবিবার দুপুরে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

বৃক্ষরোপন অভিযানে জেলা কার্যালয়ের সাথে ৯টি উপজেলায় একযোগে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ১০০০ টি আম, পেয়ারা,কদবেল,আমলকি,অর্জুনসহ বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এ সময় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীররা উপস্থিত ছিলেন।