পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চা বিক্রেতার মৃত্যু

প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল হোসেন (২৬) নামে এক চা বিক্রতার মৃত্যু হয়েছে। পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে ষ্টেশনের সামনে বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে এ ঘটনাটি ঘটে। মৃত বাবুল ঘাটিয়ারপাড়া এলাকার মৃত জবেদ আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, বাবুল রাতে চায়ের দোকান খুলতে গেলে দোকানের ঝাঁপে বিদ্যুতায়িত হয়। আগে থেকে দোকানের ঝাঁপটি বিদ্যুতায়িত হয়ে ছিল। স্থানীয়রা তাৎক্ষনিক তাকে সেখান থেকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাস আহম্মেদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চা বিক্রেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।