‘নেত্রী আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ’

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯

নিউজ ডেস্কঃ মনোনয়ান বঞ্চিত হওয়ার পর সোমবার দুপুর তিনটায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন গণমাধ্যমের সঙ্গে আলোচনা করেছেন। এ সময় সাংবাদিকদের তিনি জানান, আমার নেত্রী আমার জন্য যা ভালো মনে করেছেন তাই করেছেন, আলহামদুলিল্লাহ।তিনি বলেন, বাবার পর আমার অভিভাবক নেত্রী শেখ হাসিনা। তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন আমি তা মাথা পেতে নিলাম৷ তিনি আমাকে যা দিয়েছেন তার জন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ৷আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া নিয়ে সোমবার বিকেল ৩টায় নগরভবনে গণমাধ্যমের কর্মীদের কাছে নিজের প্রতিক্রিয়া জানান।ডিএসসিসি নির্বাচনে এবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার ফজলে নূর তাপস।

সাঈদ খোকন বলেন, আমাদের পুরান ঢাকার একটা প্রথা হিসেবে ঢাকার মেয়র পুরান ঢাকার প্রতিনিধিত্ব করে থাকে। সে ক্ষেত্রে আমার পুরান ঢাকার মুরুব্বিরা আছেন, যারা বর্ষীয়ান ব্যক্তি আছেন, আমি তাদের সঙ্গে আলাপ আলোচনা করব। পরবর্তীতে আপনাদেরকে আমরা ইনশা আল্লাহ, আমাদের সিদ্ধান্ত জানাব।২০১৫ সালে সর্বশেষ ডিএসসিসি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রথমবারের মতো মনোনয়ন পান অবিভক্ত ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে খোকন। নির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বিপুল ভোটে হারিয়ে মেয়র নির্বাচিত হন খোকন।তবে পাঁচ বছরের লম্বা সময়ে তিনি নানা বেফাঁস মন্তব্য করে আলোচনায় এসেছেন। এছাড়া ডেঙ্গু মোকাবিলায় ব্যর্থতাসহ অনেক প্রতিশ্রুতি তিনি বাস্তবায়ন করতে পারেননি। যে কারণে এবার মনোনয়ন বঞ্চিত হন সাঈদ খোকন।

সিআইপি সম্মাননা পেয়েছেন কাতার প্রবাসী ঈশ্বরদীর আব্দুল আজিজ খান