হালুয়াঘাটে ১০ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০ জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সরকার কর্তৃক নিষিদ্ধকৃত ১০ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব না মেনে চলাফেরা, মাস্ক পরিধান না করাসহ বিভিন্ন হোটেলে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন এর অভিযোগে ১০ ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে নগদ ১১ হাজার টাকা জরিমানা করা হয়। জানা যায়, মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ কারেন্ট জাল নির্মূল ও করোনাভাইরাস পরিস্থিতিতে জনগনের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার (১৬ জুলাই) অপরাহ্নে উপজেলার ধারা বাজার ও নাগলা বাজারের বিভিন্নস্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এ সময় জনগনকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে প্রায় ৮০টি মাস্ক বিতরণ করা হয়। এছাড়াও উপজেলার বড়বিলা খালে খরা জাল জব্দ করে ১০ হাজার মিটার কারেন্ট জাল একত্রে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রেজাউল করিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমদ। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদুল ইসলাম ও ফিল্ড এ্যাসিস্টেন্ড দেলোয়ার হোসেন, হালুয়াঘাট থানার উপ-সহকারী পুলিশ পরির্দশক আবুল খায়েরসহ সঙ্গীয় ফোর্স। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রেজাউল করিম বলেন, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সরকার কর্তৃক নিষিদ্ধকৃত ১০ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব না মেনে চলাফেরা, মাস্ক পরিধান না করাসহ বিভিন্ন হোটেলে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন এর দায়ে ১০ ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে নগদ ১১ হাজার টাকা জরিমানা করা হয়। মরণঘাতী করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে সকলকে মাস্ক পরিধানসহ সামাজিক দুরুত্ব নিশ্চিত করতে আহবান জানান তিনি। Share this:FacebookX Related posts: হালুয়াঘাটে কণকণে শীত উপেক্ষা করে বোর আবাদের ধুম হালুয়াঘাটে মেডিক্যাল এ্যাসিসটেন্টকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হালুয়াঘাটে রাস্তায় ঘুড়ে ঘুড়ে ত্রাণ বিতরণ করলেন ইউএনও রেজাউল করিম হালুয়াঘাটে গণপরিবহন ঠেঁকাতে বসানো হচ্ছে অস্থায়ী চেক পোস্ট হালুয়াঘাটে ব্যক্তি উদ্যেগে ৭০০ কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ বিতরণ হালুয়াঘাটে অসহায় মানুষের পাশে আহমদ ফাউন্ডেশন হালুয়াঘাটে পুকুরের পানিতে ভাঁসমান অনার্স পড়ুয়া শিক্ষার্থীর লাশ উদ্বার হালুয়াঘাটে এক সন্তানের জননীর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা হালুয়াঘাটে বিদ্যুৎ সংযোগের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ হালুয়াঘাটে বালু নেয়াকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যানের হামলায় নিহত-১ হালুয়াঘাটে শাহ্জালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ হালুয়াঘাটে ধর্ষণ মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত SHARES Matched Content দেশের খবর বিষয়: ১০ হাজার মিটারআগুনে পুড়িয়ে ধ্বংসকারেন্ট জালহালুয়াঘাটে