মাগুরায় বাঘ নিয়ে বিপাকে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : মাগুরার সদরের গোপালগ্রাম ইউনিয়নের শিয়ালবাড়ি গ্রামের নবগঙ্গা নদী সংলগ্ন সুধির দাসের বাড়ির পাশের বাগান থেকে গতকাল রাতে একটি বিরল প্রজাতির মেছবাঘ উদ্ধার করেছে পুলিশ। গ্রামবাসীর পাতা ফাঁদে বাঘটি আটকের পর সেটিকে উদ্ধার করে শত্রুজিৎপুর ফাড়ি পুলিশ। এদিকে বাঘ উদ্ধারের পর তা হস্থান্তরের জন্য বন বিভাগকে জানানো হলেও তা গ্রহন না করায় থানার হাজত খানায় আটকে রেখে বাঘ নিয়ে বড় বিপাকে পড়েছে পুলিশ। শিয়ালবাড়ি এলাকার সুধীর দাসের ছেলে সুবীর দাস জানায়, বিগত কিছুদিন যাবৎ শিয়ালবাড়ি গ্রামসহ আশপাশের অঞ্চলের মানুষের গৃহপালিত হাস, মুরগীসহ বিভিন্ন পশু বন্যপ্রাণীর হামলার শিকার হওয়ার … Continue reading মাগুরায় বাঘ নিয়ে বিপাকে পুলিশ