শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০ নিজস্ব প্রতিবেদক : আজ ১৬ জুলাই। ২০০৭ সালের এই দিনে দেশে জরুরি অবস্থা চলাকালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ধানমন্ডির বাসভবন সুধা সদন থেকে বঙ্গবন্ধু কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়। আওয়ামী লীগ ও এর অঙ্গও সহযোগী সংগঠন দিনটি ‘শেখ হাসিনা’র কারাবন্দি দিবস’ হিসেবে পালন করে থাকে। কৃষক লীগ দিনটি ‘গণতন্ত্র অবরুদ্ধ দিবস’ নামে পালন করে। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এবং বিভিন্ন সংগঠন স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা ও সমাবেশসহ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এ উপলক্ষে বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। এদিকে, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউস্থ সংগঠনের কার্যালয়ে বেলা ১২টায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। এছাড়াও, কৃষক লীগ ‘গণতন্ত্র অবরুদ্ধ দিবস’ পালন উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ৪র্থ তলায় এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। সভায় সভাপতিত্ব করবেন কৃষকলীগের সভাপতি সমীর চন্দ। সূত্র, বাসস। Share this:FacebookX Related posts: শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ কোনো প্রার্থীর বাড়ি যাওয়া কূটনীতিকের কাজ নয় : হাছান কেন্দ্রীয় কার্যালয়ে সীমাবদ্ধ বিএনপির হরতাল ১৪ দিন শেষ হলেও খালেদা কোয়ারেনটাইনেই থাকবেন কিছু মানুষ নিয়ম না মানায় করোনা ছড়িয়ে পড়ছে শপথ গ্রহণ করলেন মহিউদ্দিন, স্মৃতি ও মিলন করোনা নিয়েও নালিশের রাজনীতি করছে বিএনপি : ওবায়দুল কাদের করোনা মোকাবেলায় চরমভাবে ব্যর্থ হয়েছে : মির্জা ফখরুল মাঠে নয়, বিএনপি শুধু টিভিতেই সাহারা খাতুনের মরদেহ আসছে রাতে, বনানীতে দাফন বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন ফখরুল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের আহ্বান ফখরুলের SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: কারাবন্দি দিবস আজশেখ হাসিনার