থার্টি ফার্স্টে যাতে উচ্ছৃঙ্খলতা না হয় ব্যবস্থা নিয়েছি : স্বরাষ্ট্রমন্ত্রী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯ স্টাফ রিপোর্টার : ইংরেজি নববর্ষের প্রথম প্রহর উদযাপনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। যাতে এ রাতে কোনো ধরনের বাড়াবাড়ি-উচ্ছৃঙ্খলতা না হয় সে জন্য ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা ও গোয়েন্দা সদস্যরা ইতিমধ্যে তথ্য সংগ্রহ করেছে। এ উদযাপনকে কেন্দ্র করে কোনো ধরনের হুমকি নেই। তবে এ রাতে রাস্তা বন্ধ করে বা অন্যকে কষ্ট দিয়ে যাতে কোনো অনুষ্ঠান না হয় সে বিষয়ে ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া থার্টি ফার্স্ট নাইটে রাজধানীতে চলাচলের নির্দেশনা জারি করেছে ডিএমপি। ক্র্যাবের বিষয়ে মন্ত্রী বলেন, সাংবাদিকরা আলোর দিশারী। আপনাদের সংগঠনের সদস্যদের ইউনিটি ও ভ্রাতৃত্ববোধ দেখে আমি মুগ্ধ। এ সময় ক্র্যাবের সদস্যরা মন্ত্রীর কাছে আগামী অর্থবছরে কল্যাণ ফান্ডে ব্যয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক কোটি টাকা বাজেট রাখার আহ্বান জানান। মন্ত্রী বিষয়টি বিবেচনা করে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, ক্র্যাব সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক দীপু সারোয়ার, সহ-সভাপতি মিজান মালিক প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে এ যাবৎকালে নিহত ক্র্যাব সদস্যদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনিয়ম করলে বিমানে চড়া বন্ধ : মন্ত্রী-এমপিদের প্রধানমন্ত্রী Share this:FacebookX Related posts: বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের সব উদ্যোগ নেয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী অন্যায় যেই করুক ছাড় দেয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় থাকা শ্রমিকরাই কাজে যোগ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী অসচ্ছল মুক্তিযোদ্ধাদের ঈদ উপহার দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ‘সঠিক সময়ে ভ্যাকসিন পেতে ব্যবস্থা নিয়েছি’ নোয়াখালীর ঘটনা চরম বর্বরতা: স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেক উপজেলায় হচ্ছে ফায়ার স্টেশন: স্বরাষ্ট্রমন্ত্রী ভাস্কর্য নিয়ে যারা নোংরামি করছে, ভুল করছে : স্বরাষ্ট্রমন্ত্রী কারাগারে নারীসঙ্গ জেলকোড অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী আল জাজিরার প্রতিবেদন ‘দেশবিরোধী ষড়যন্ত্রের’ অংশ: স্বরাষ্ট্রমন্ত্রী করোনাভাইরাস বাংলাদেশকে ‘স্থবির করতে পারেনি’: স্বরাষ্ট্রমন্ত্রী SHARES Matched Content জাতীয় বিষয়: উচ্ছৃঙ্খলতা না হয়থার্টি ফার্স্টব্যবস্থা নিয়েছিস্বরাষ্ট্রমন্ত্রী