বগুড়া-১ উপ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাহাদারা মান্নান বিপুল ভোটে বিজয়ী

প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০

নিজস্ব প্রতিবেদক : বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের উপ-নির্বাচনে বেসরকারি ফলাফলে প্রয়াত সাংসদ আব্দুল মান্নানের সহধর্মিনী ও সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান শিল্পী বিপুল ভোটে বিজয়ী হয়েছে। তিনি নৌকা প্রতীকে নিয়ে ভোট পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ২৯৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ। তিনি ট্রাক প্রতীকে ভোট পেয়েছেন ১ হাজার ৫৯৯ ভোট।

বগুড়া-১ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুল আলম শাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

সাহাদারা মান্নান বিজয়ী হওয়ায় তার নেতাকর্মী সমর্থকদের ব্যাপক আনন্দ উল্লাস করতে দেখা যায়। ফল ঘোষণার পর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে নৌকা প্রতিকের শ্লোগান দেয়। জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা নব নির্বাচিত এমপি সাহাদারা মান্নান শিল্পিকে ফুলেল শুভেচ্ছা জানান।

সাহাদারা মান্নান শিল্পী জানান, প্রয়াত এমপি আব্দুল মান্নানের স্বপ্ন ছিল সারিয়াকান্দি-সোনাতলা এলাকার মানুষের উন্নয়ন। সেই স্বপ্ন পূরণে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে তিনি কাজ করবেন বলে জানান।

বগুড়া-১ আসনে সংসদ উপ নির্বাচনে এমপি পদে এবার ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এরমধ্যে বিএনপি প্রার্থী একেএম আহসানুল তৈয়ব জাকির (ধানের শীষ) নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে নির্বাচন করেননি।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানান, গত ১৮ জানুয়ারী আওয়ামী লীগ সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে বগুড়া-১ আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় ২৯ মার্চ। করোনার কারণে সেই তারিখে ভোটগ্রহণ স্থগিত হয়ে আবারো তারিখ নির্ধারণ হয়েছে। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ১৮০ দিনের মধ্যে উপনির্বাচন করার নিয়ম থাকায় ১৪ জুলাই ভোট গ্রহণ করা হয় বগুড়া-১ আসনে।

বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুল আলম শাহ জানান, বন্যা ও করোনার মাঝে সাংবিধানিক কারণে ভোট হলেও স্বাস্থ্য সেবা মেনেই ভোট গ্রহণ করা হয়েছে। এদিকে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এক বিজ্ঞপ্তিতে বগুড়া-১ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় নৌকা মার্কার প্রার্থী সাহাদারা মান্নানকে অভিনন্দন জানিয়েছেন।