সাইফুজ্জামানের স্ত্রী-পুত্রের দায়িত্ব নিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত: ১:২৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯

স্টাফ রিপোর্টার : সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক সাইফুজ্জামান এর স্ত্রী ও পুত্রের চিকিৎসার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার এই মৃত্যুর ঘটনায় আয়োজিত বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণে এক শোক সভায় এই ঘোষণা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। গত শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে এক লরির ধাক্কায় ২ মেয়েসহ মৃত্যুবরণ করেন তিনি।

দুর্ঘটনায় আহত সাইফুজ্জামানের স্ত্রী কনিকা আক্তার এবং পুত্র মন্টু বর্তমানে চট্টগ্রাম সমন্বিত সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

মো. সাইফুজ্জামান ১৯৭৫ সালের ১ সেপ্টেম্বর চাঁদপুর জেলার নবীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১১ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন দশম। ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর পাস করেন তিনি। কিছুদিন বেসরকারি চাকরি করার পর ২০০৫ সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে যোগ দেন সাইফুজ্জামান।

অনিয়ম করলে বিমানে চড়া বন্ধ : মন্ত্রী-এমপিদের প্রধানমন্ত্রী