টেকনাফে ৩ লাখ ইয়াবাসহ দুই চোরাকারবারি আটক

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২০

অনলাইন ডেস্ক : কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং এলাকা থেকে ৩ লাখ পিস ইয়াবা ও ৩টি ধারালো কিরিচসহ ২ জনকে আটক করেছে র‌্যাব। শুক্রবার বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী। র‌্যাবের দাবি, আটকরা মাদক ব্যবসায়ী।

আটককৃতরা হলেন, উখিয়ার বালুখালীর ৮ নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ-১৯ এ বসবাসরত মিয়ানমারের নাগরিক ইলিয়াছের ছেলে মো: শফিক (২৫) ও টেকনাফের হোয়াক্যং ইউনিয়নের তুলাতলী গ্রামের আবুল কাশেমের ছেলে আবদুল করিম (২২)।

র‌্যাব কর্মকর্তা আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সূত্রে র‌্যাব জানতে পারে , ১০ জুলাই শুক্রবার সকালে হোয়াইক্যং ইউনিয়নের তুলাতলী এলাকায় কিছু অস্ত্রধারী ইয়াবার চালান নিয়ে যাচ্ছে। এর প্রেক্ষিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ ব্যাপারে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।