ভালুকায় ধর্ষণের ভিডিও প্রকাশের অভিযোগে গ্রেফতার-২ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২০ ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় ক্বওমী মাদরাসার ৫ম শ্রেণির এক ছাত্রী পুন:রায় শারীরিক মিলনে রাজী না হওয়ায় পূর্বের ধর্ষণকালে করা ভিডিও প্রকাশ করে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গৌরীপুর গ্রামের। ওই ঘটনায় বৃহষ্পতিবার (০৯ জুলাই) বিকেলে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই ছাত্রীর বাবা বাদি হয়ে মামলাটি করেন। মামলায়,ওই গ্রামের জবান মুন্সীর ছেলে মারুফ (১৭) ও ফজলুল হকের ছেলে আতিকুল ইসলামকে (২১) আসামী করা হয়েছে। ভালুকা মডেল থানা পুলিশ অভিযোক্ত মারুফ ও আতিকুল ইসলাম কে গ্রেফতার করে আদালতে প্রেরন করেছেন। মামলা সূত্রে জানা যায়,পাড়াগাঁও গৌরীপুর গ্রামের জবান মুন্সীর ছেলে মারুফ স্থানীয় ক্বওমী মাদ্রাসায় ৫ম শ্রেণিতে পড়–য়া ওই ছাত্রীকে মাদরাসায় আসা যাওয়ার পথে কু- প্রস্তাব করে উক্ত্যাক্তসহ নানা ভাবে হুমকী দিয়ে আসছিল। এ অবস্থায় গত ১৫এপ্রিল ছাত্রীটিকে বাড়িতে একা পেয়ে মারুফ তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ওই সময় মেয়েটি ডাকচিৎকার শুরু করলে মারুফ পালিয়ে যায়। এদিকে, ওই ঘটনার সূত্র ধরে আতিকুল ইসলাম ওই ছাত্রীকে তার সাথে মিলিত হওয়ার প্রস্তাব দেয় এবং অন্যথায় সে মারুফের সাথে ঘটনা প্রকাশ করে দেওয়ার হুমকী দিয়ে। পরে গত ২৮ মে আতিকুল মেয়েটিকে জোরপুর্বক নিজের ঘরে নিয়ে যায়। এ সময় মারুফ ওই ঘরে অবস্থান করছিল। পরে, ওরা দু’জন পর্যায়ক্রমে মেয়েটিকে জোরপুর্বক ধর্ষণ ও ধর্ষণের চিত্র মোবাইলে ধারণ করে। পরবর্তীতে, তারা আগের ধর্ষণকালের ভিডিও মেয়েটি দেখিয়ে তারা আবারো ওই মেয়েটির মিলিত হওয়ার প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু, মেয়েটি রাজী না হওয়ায় তারা ওই ভিডিও টি একাধিক ব্যাক্তির কাছে প্রকাশ করে দেয়। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন এর নিদের্শে ইন্সপেক্টর (দতন্ত) আবুল কালাম আজাদ, ইন্সপেক্টর অপারেশন মেহেদি হাসান ও এস,আই ইকবাল হোসেন অভিযান চালিয়ে মারুফ ও আতিকুল ইসলাম কে গ্রেফতার করেছেন। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন জানান, এ ঘটনায় একটি মামলা রুজু হয়েছে ও ২আসামি কে গ্রেফতার করে শুক্রবার আদালতে প্রেরন করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসফাতালে ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। Share this:FacebookX Related posts: ধোবাউড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত গৌরীপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমাবেশ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পরিবার থেকেই সচেতন হতে হবে-ওসি সানন্দবাড়ীতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত গফরগাঁও’র চাঞ্চল্যকর ধর্ষণের পর নৃশংস হত্যা মামলার আসামি আটক গৌরীপুরে বিয়ের প্রলোভনে এক সন্তানের জননীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার হালুয়াঘাটে কুকুরের ডাকে উদ্বার হল অজ্ঞাত নবজাতক ভালুকায় আদিবাসী নারীকে অপহরণ করে ধর্ষণ হালুয়াঘাটে দ্বারে দ্বারে ঘুরেও বিচার পাচ্ছেন না নির্যাতিতা অন্তসত্বা নারী ঈশ্বরগঞ্জের অপহৃত ছাত্রী গৌরীপুরে উদ্ধার গ্রেফতার-১ ৬মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন মামলা তুলে নিতে ধর্ষকের হুমকি গৌরীপুরে নারী শিক্ষককে যৌন হয়রানির অভিযোগে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে মামলা SHARES Matched Content দেশের খবর বিষয়: