শ্রীপুরে খাল দখল ও দূষণ করায় ৩লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২০

অনলাইন ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে সরকারী খাল দখল ও পরিবেশ দূষণের কারনে সেলভো কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ নামের একটি রাসায়নিক কারখানাকে ৩লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুরে ধনুয়া এলাকার এই প্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) আশরাফ উদ্দিন জানান,স্থানীয় লবলং খালের কিছু অংশ দখল করে ছিল এই প্রতিষ্ঠান। এছাড়াও দীর্ঘদিন ধরেই তাদের বিরুদ্ধে পরিবেশ দূষনের অভিযোগ ছিল।

এমন অবস্থায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩লাখ টাকা জরিমানা ধার্য পূর্বক তা আদায় করা হয়। এছাড়াও সরকারী খালের দখলকৃত অংশ আগামী ৩মাসের মধ্যে ছেড়ে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিয়ে স্থানীয় ভূমি প্রশাসনের প্রত্যায়ন দাখিল করতে বলা হয়েছে। অভিযানে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শেখ মোজাহিদ উপস্থিত ছিলেন।