মির্জাগঞ্জে ছাত্রলীগের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২০

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাসান সিকদারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচারের প্রতিবাদে মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে ১১ টায় মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল সিকদারের সভাপতিত্বে মির্জাগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালিত হয়। বিক্ষোভ সমাবেশের মাধ্যমে উপস্থিত ছাত্রলীগ নেতাকর্মীরা এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহনের দাবি জানান।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রাকিব মৃধার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান হাওলাদার, মোঃ শফিক মৃধা, দপ্তর সম্পাদক মোঃ আঃ রহিম সজল, কলেজ ছাত্র লীগের সভাপতি মোঃ মাহবুব আলম রুবানসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।