লকডাউনমুক্ত কুয়েতের দুই অঞ্চল দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২০ অনলাইন ডেস্ক : কুয়েতে অভিবাসী অধ্যুষিত দুই এলাকা লকডাউন থেকে মুক্তি পেয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টা থেকে ওই দুই এলাকা লকডাউনমুক্ত। দীর্ঘ ১০০ দিনের লকডাউন মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে মাহবুল্লাহ ও জেলিবের বাসিন্দারা কর্মস্থলে এবং শপিংমলগুলোতে যেতে পারবেন। এমনকী অন্য অঞ্চলেও যেতে পারবেন তারা। লকডাউন মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ওই এলাকার বাসিন্দারা। ওই এলাকার অনেক বাসিন্দা জানিয়েছেন, তারা দীর্ঘদিন পর লকডাউন মুক্ত হয়ে আবারো স্বাভাবিক কর্মকাণ্ড শুরু করতে পারবেন। ছোট ব্যবসাগুলো ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, স্বাভাবিক হবে অন্য সবকিছু। বিভিন্ন কোম্পানির শ্রমিকদের বেকার ও ঘনবসতি হওয়ায় করোনা সংক্রমণের শুরু থেকে ওই এলাকায় বেশি রোগী দেখা যায়। ফলে করোনা সংক্রমণ রোধে ওই এলাকা দীর্ঘদিন লকডাউনের আওতায় রাখার সিদ্ধান্ত নেয় কুয়েত সরকার। করোনা সংক্রমণের শুরুর দিকে ওই দুই এলাকায় রোগী সংখ্যা বেড়ে গেলেও দীর্ঘ লকডাউনের ফলে এখন তা নিয়ন্ত্রণে এসেছে। তাই ওই এলাকা দু’টির জনজীবন স্বাভাবিক করতে দীর্ঘ ১০০ দিন পরে লকডাউন তুলে নেয়ার ঘোষণা দেয় সরকার। লকডাউন তুলে নিলেও যাতে ফের করোনা সংক্রমণ না বাড়ে সেজন্য ওই দুই এলাকার বাসিন্দাদের স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশিত স্বাস্থ্যবিধি মানতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মাহবুল্লাহ এবং জেলিব আল-সুয়েখের লকডাউন তুলে নেয়ায় দেশটিতে শুধুমাত্র ফারওয়ানিয়া এলাকা লকডাউনের আওতাধীন থাকবে। যা করোন ভাইরাস পরিস্থিতি হ্রাস না হওয়া পর্যন্ত স্থায়ী হবে। Share this:FacebookX Related posts: চীনে নতুন করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৮০ করোনায় বিশ্বব্যাপী প্রাণহানী ৪৭ হাজার ছাড়ালো করোনায় বিশ্বব্যাপী প্রাণহানী ৬৫ হাজার ছুঁইছুঁই ইতালিতে দুই সপ্তাহে সবচেয়ে কম মৃৃত্যু আজ ট্রাম্পের হুমকির পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত কোটি ছাড়াল বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা চূড়ান্ত অনুমোদন: বিশ্বে প্রথম করোনার ভ্যাকসিন তৈরি করল চীন বিশ্বে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা কত? ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না কাতার সৌদির তেল রফতানি কমেছে ৬২ শতাংশ করোনাভাইরাস থেকে সহসাই মুক্তি নয়: অ্যামেন ফেসবুকে সন্তান বিক্রির বিজ্ঞাপন SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: কুয়েতের দুই অঞ্চললকডাউনমুক্ত