ঠাকুরগাঁওয়ে হরিপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে এক যুবকের লাশ উদ্ধার,আহত ১ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০ নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁওয়ে হরিপুর সীমান্তে গত দুই দিনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের গুলিতে রাজু মিয়া (১৮) নামের এক যুবক নিহত ও মোহাম্মদ সোহেল (২৫) নামের অপর আরেক গরু ব্যবসায়ী আহত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী সীমান্তে নিহতের এবং গতকাল সোমবার বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে বিএসএফের গুলিতে আহতের এ ঘটনা ঘটে। নিহত রাজু মিঞা হরিপুর উপজেলার বকুয়া তোলাদিঘি গ্রামের রফিজ উদ্দিনের ছেলে এবং আহত গরু ব্যাবসায়ী সোহেল বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বারাসাত এলাকার আইয়ুব আলীর ছেলে। জানা যায়, মঙ্গলবার সকাল ১০ টার সময় ঠাকুরগাঁও ব্যাটালিয়ন-৫০ বিজিবির অধীন হরিপুর উপজেলার ডাবরী বিওপির এবং ১৪৬ বিএসএফ ফুলবাড়ী ক্যাম্পের মেইন পিলার ৩৬৮/৪ এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গেরুয়াডাঙ্গী নামক স্থানে রাজু মিয়ার মৃতদেহটি নাগর নদীতে ভেসে উঠে। স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে হরিপুর থানা ও ডাবরী বিজিবি ক্যাম্পে খবর দেয়। হরিপুর থানা পুলিশ ও বিজিবি সদস্যরা গিয়ে মৃতদেহ উদ্ধার করে। রাজু মিঞা গত ৬ মাস পূর্বে ভারতে কাজের জন্য গিয়েছিল এবং মঙ্গলবার রাতে ভারত হতে পালিয়ে আসার সময় নাগর নদীতে তার মৃত্যু হয়। হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে লাশের গায়ে কোন ক্ষত বা আঘাতের চিহ্ন পাইনি। ময়নাতদন্তের পর তার মৃত্যুর আসল কারণ জানা যাবে। অপরদিকে, গতকাল সোমবার ভোরে গরু ব্যাবসায়ী সোহেল সহ প্রায় আরো কয়েকজন অবৈধ ভাবে রত্নাই সীমান্তের তারকাটা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে সীমান্তের ৩৮২/এস পিলার এলাকায় প্রবেশ করলে ভারতের পশ্চিম দিনাজপুর গোয়ালপুকুর নাটুয়াটুলি ক্যাম্পের বিএসএফ জোয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও সোহেল গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশে ফিরে আসে। পরে তার পরিবারের সদস্য ও স্থানীয় গ্রামবাসি তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যায়। এ বিষয়ে ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শহিদুল ইসলাম জানান, তিনি ঘটনাটি শুনেছেন তবে আহত ব্যাক্তির সন্ধান তিনি পাননি। এছাড়া সীমান্তে গুলি ও হত্যা বন্ধের বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে একটি পত্র দেয়া হয়েছে বলেও তিনি জানান। Share this:FacebookX Related posts: বিএসএফ’র গুলিতে আবারো বাংলাদেশি নিহত সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-শাড়ি উদ্ধার, আটক ১ সীমান্তে নির্মাণাধীন পাঁকা স্থাপনা ভেঙ্গে দিল বিজিবি আটোয়ারীতে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক সেমিনার রংপুরে দেশীয় চোলাই মদ পান করে চারজনের মৃত্যু বোদায় দু’শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ খাদ্য নিয়ে দরিদ্রদের বাড়ি-বাড়ি ছুটছেন মেয়র টুটুল অবশেষে রংপুর মেডিক্যাল মোড়ের অবৈধ বাসস্ট্যান্ডটি উচ্ছেদ হলো পঞ্চগড়ে সবুজপাতা মোবাইল এ্যাপস এর উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রী কুড়িগ্রামে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার সোনাহাট স্থলবন্দরে ধর্মঘট চলছে প্রধানমন্ত্রীর সহায়তা পেলেন বীরাঙ্গনা জোহরা বেগম SHARES Matched Content দেশের খবর বিষয়: আহত ১এক যুবকের লাশ উদ্ধারঠাকুরগাঁওয়ে হরিপুরবিএসএফ’র গুলিতেসীমান্তে